নয়ডা, 29 সেপ্টেম্বর:গণেশ মূর্তির বিসর্জনের আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে ৷ যমুনা নদীতে ডুবে মৃত্যু হল দুই নবালক ভাইয়ের ৷ অন্য দুইভাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ জলে ডুবেই ওই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ বৃহস্পতিবার নয়ডায় যমুনা নদীতে গণেশ মূর্তি বিসর্জনের শোভা যাত্রা ছিল ৷ সেখাই উপস্থিত ছিল চার ভাই ৷ মূর্তি বিসর্জনের সময়ে স্নান করতে নেমেই তলিয়ে যায় তারা ৷
মৃত দুই ভাইয়ের নাম ধীরাজ (15) ও কৃষ্ণ (5) ৷ তাদের অপর দুই ভাই শচীন ও অভিষেক (খুড়তোতো) স্থানীয় পিজিআই হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ সূত্রে খবর, চার জনকে যমুনা নদী থেকে উদ্ধার করে পিজিআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ধীরাজ ও কৃষ্ণকে মৃত বলে ঘোষণা করেন ৷ মর্মান্তিক এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে । এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ।