দ্বারকা, 2 জানুয়ারি: গুজরাতে সোমবার 100 ফুট গভীর বোরওয়েলে পড়ে গিয়েছিল আড়াই বছরের শিশু ৷ প্রায় আট ঘণ্টা পর জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা সম্ভব হলেও হাসপাতালে মৃত্যু হল তার ৷ শিশুকন্যাটির নাম এঞ্জেল শাখরা ৷ তার মৃত্যুতে পরিবারে-সহ পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া । পুলিশ ঘটনার তদন্তে করছে ৷
জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে দেবভূমি দ্বারকার রণ গ্রামে ৷ 1 জানুয়ারি বেলা 1টার দিকে আড়াই বছরের একটি শিশুকন্যা গ্রামে খেলতে গিয়ে 100 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় । স্থানীয় লোকজন এই ঘটনার কথা জানতে পেরে প্রথমে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করে ৷ পরে প্রশাসনকেও এ বিষয়ে জানানো হয় । ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দলের পাশাপাশি মেডিক্যাল টিমও । শিশুটিকে উদ্ধারের জন্য প্রতিরক্ষা, এনডিআরএফ, এসডিআরএফের দলগুলির কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছিল ৷ সেনাবাহিনীর জওয়ানরাও মেয়েটিকে বাঁচাতে পৌঁছেছিল ।