হাওড়া, 29 সেপ্টেম্বর: জঙ্গি যোগ থাকার অভিযোগে ভিনরাজ্য থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার (Alleged Terrorists Arrested) করল রাজ্য পুলিশের (West Bengal Police) এসটিএফ (STF) ৷ সূত্রের খবর, সম্প্রতি হাওড়ার বাঁকড়া ও দক্ষিণ 24 পরগনা থেকে একই কারণে কয়েকজন যুবককে গ্রেফতার করা হয় ৷ তাদের জেরা করেই এই দু'জনের সন্ধান পাওয়া যায় ৷ বুধবার ওই দুই অভিযুক্তকে মধ্যপ্রদেশের ভোপাল (Bhopal) থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ ৷ বৃহস্পতিবার ধৃতদের ট্রানজিট রিমান্ডে এ রাজ্যে নিয়ে আসা হয় ৷
প্রাথমিক তদন্তে এসটিএফ-এর অনুমান, গ্রেফতারি এড়াতে ধৃতরা ঘন ঘন নিজেদের নাম বদল করত ৷ এছাড়াও জানা গিয়েছে, আগে এই দুই যুবকই হাওড়ার ডোমজুড় থানা এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকত ৷ কিন্তু, তাদের ধরতে পুলিশের তৎপরতা শুরু হতেই চম্পট দেয় দুই অভিযুক্ত ৷ হাওড়া থেকে সোজা ভোপালে গিয়ে গা-ঢাকা দেন তারা ৷ তবে, তাতে শেষরক্ষা হয়নি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্য়ে একজন হল জাহিলউদ্দিন আলি ওরফে ইলিয়াস মোহন পাত্র ওরফে হোলিউল্লা মিলন ওরফে ইলিয়াস ইব্রাহিম ৷ দ্বিতীয় জন আলি আবেদিন ওরফে আক্রামুল হক ৷ এদিন দুই অভিযুক্তকেই হাওড়া আদালতে পেশ করা হয় ৷ বিচারক দু'জনকেই 12 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷