আগরতলা (ত্রিপুরা), 9 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) ‘পরিযায়ী পাখি’ বলে অভিহিত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Tripura CM Manik Saha) ৷ তাঁর আরও দাবি, সরকার পরিবর্তনের পরেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি বামফ্রন্ট শাসনের মতোই রয়েছে । একই সঙ্গে বামফ্রন্ট (Left Front), তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস (Congress)-সহ বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বিজেপিতে (BJP) যোগ দেওয়ার জন্য আবেদন করেন তিনি ৷ তাঁর দাবি, বিজেপি আসলে গঙ্গা নদীর মতো ৷ এই দলে যোগ দিলে সকলের পাপমুক্তি ঘটে ৷
তিনি বলেন, “আমি সেই সমস্ত লোকদের কাছে আবেদন করতে চাই যাঁরা এখনও জোসেফ স্ট্যালিন এবং লেনিনের মতাদর্শকে সমর্থন করেন ৷ তাঁরা দল ছেড়ে বিজেপির পতাকা হাতে নিতে । বিজেপি গঙ্গা নদীর মতো এবং এতে ডুব দিলে সমস্ত পাপ থেকে মুক্তি মিলবে ।’’ কংগ্রেস জনগণকে বিভ্রান্ত করছে বলেও তিনি অভিযোগ করেন ।
মানিক সাহা আরও অভিযোগ করেছেন যে দক্ষিণ জেলায় বামফ্রন্টের জমানায় 69 জন খুন হয়েছেন । তিনি বলেন, “তারা স্ট্যালিন ও লেনিনের আদর্শে বিরোধী দলের লোকদের হত্যা করত । দক্ষিণ জেলায় বামফ্রন্ট শাসনে 69 জন খুন হয়েছেন এবং গোমতী জেলাতেও একই ঘটনা ঘটেছে । সিপিএম (CPIM) জনগণের গণতান্ত্রিক অধিকারকে দমন করে রাজ্য শাসন করেছে । পশ্চিমবঙ্গেও সিপিএম রাজ্য শাসন করেছিল এবং লোকেরা মুক্তি চেয়েছিল এবং তারপরে তৃণমূল কংগ্রেস আসে ৷ কিন্তু পরিস্থিতি বদলায়নি । ত্রিপুরায়ও তৃণমূল কংগ্রেস পরিযায়ী পাখির মতো এসেছে (Trinamool Congress as Migratory Bird) ৷”