পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manik Saha Slams TMC: ত্রিপুরায় তৃণমূল পরিযায়ী পাখি, কটাক্ষ বিজেপির মানিক সাহার - ত্রিপুরায় তৃণমূল পরিযায়ী পাখি

মাসখানেক পর ত্রিপুরায় বিধানসভার নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ তার আগে উত্তর পূর্ব ভারতের (North East India) এই রাজ্যে রাজনৈতিক তরজা চরমে উঠেছে ৷ সোমবার তৃণমূল ও সিপিএমকে একসুরে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মানিক সাহা (Tripura CM Manik Saha) ৷

Manik Saha Slams TMC
Manik Saha Slams TMC

By

Published : Jan 9, 2023, 6:11 PM IST

আগরতলা (ত্রিপুরা), 9 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) ‘পরিযায়ী পাখি’ বলে অভিহিত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Tripura CM Manik Saha) ৷ তাঁর আরও দাবি, সরকার পরিবর্তনের পরেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি বামফ্রন্ট শাসনের মতোই রয়েছে । একই সঙ্গে বামফ্রন্ট (Left Front), তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস (Congress)-সহ বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বিজেপিতে (BJP) যোগ দেওয়ার জন্য আবেদন করেন তিনি ৷ তাঁর দাবি, বিজেপি আসলে গঙ্গা নদীর মতো ৷ এই দলে যোগ দিলে সকলের পাপমুক্তি ঘটে ৷

তিনি বলেন, “আমি সেই সমস্ত লোকদের কাছে আবেদন করতে চাই যাঁরা এখনও জোসেফ স্ট্যালিন এবং লেনিনের মতাদর্শকে সমর্থন করেন ৷ তাঁরা দল ছেড়ে বিজেপির পতাকা হাতে নিতে । বিজেপি গঙ্গা নদীর মতো এবং এতে ডুব দিলে সমস্ত পাপ থেকে মুক্তি মিলবে ।’’ কংগ্রেস জনগণকে বিভ্রান্ত করছে বলেও তিনি অভিযোগ করেন ।

মানিক সাহা আরও অভিযোগ করেছেন যে দক্ষিণ জেলায় বামফ্রন্টের জমানায় 69 জন খুন হয়েছেন । তিনি বলেন, “তারা স্ট্যালিন ও লেনিনের আদর্শে বিরোধী দলের লোকদের হত্যা করত । দক্ষিণ জেলায় বামফ্রন্ট শাসনে 69 জন খুন হয়েছেন এবং গোমতী জেলাতেও একই ঘটনা ঘটেছে । সিপিএম (CPIM) জনগণের গণতান্ত্রিক অধিকারকে দমন করে রাজ্য শাসন করেছে । পশ্চিমবঙ্গেও সিপিএম রাজ্য শাসন করেছিল এবং লোকেরা মুক্তি চেয়েছিল এবং তারপরে তৃণমূল কংগ্রেস আসে ৷ কিন্তু পরিস্থিতি বদলায়নি । ত্রিপুরায়ও তৃণমূল কংগ্রেস পরিযায়ী পাখির মতো এসেছে (Trinamool Congress as Migratory Bird) ৷”

তাঁর দাবি, 2023 সালেও ত্রিপুরায় বিজেপি সরকার গঠন করবে ৷ বিরোধী কর্মীদের বিজেপিতে যোগ দেওয়ার আবেদন করে তিনি বলেন, “আমাদের ট্রেনের ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে । খালি বগিতে বসুন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আমাদের সবাইকে সেই গন্তব্যে নিয়ে যাবেন, যেখানে আমাদের থাকার কথা ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, মাসখানেকের মধ্যেই ত্রিপুরায় বিধানসভা ভোট (Tripura Assembly Elections 2023) ৷ পাঁচ বছর আগে দীর্ঘ বাম জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে বিজেপি ৷ তবে এবার ক্ষমতা ধরে রাখতে হলে বিজেপিকে বামেদের পাশাপাশি তৃণমূলের সঙ্গেও লড়তে হচ্ছে ৷ স্বাভাবিকভাবেই তাই বিজেপি নেতাদের আক্রমণের লক্ষ্য সিপিএমের পাশাপাশি তৃণমূলও হচ্ছে ৷

আরও পড়ুন:কংগ্রেস ও বামপন্থীরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, ত্রিপুরায় দাবি অমিত শাহের

ABOUT THE AUTHOR

...view details