আগরতলা, 26 ডিসেম্বর: মাস দুয়েক পরই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি (BJP) ৷ সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে বিজেপি ‘রথযাত্রা’ শুরু করতে চলেছে ৷ গেরুয়া শিবির সূত্রে খবর, এই রথযাত্রার (Ratha Yatra) মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচারে দলের কর্মীদের সক্রিয়তা বৃদ্ধির পাশাপাশি ভোটারদের মন জয়েরও চেষ্টা করবে ৷
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজেপি মিডিয়া ইনচার্জ সুনীতি সরকার জানিয়েছেন যে এই রথযাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনা ও এর সাফল্য নিশ্চিত করতে দলের পক্ষ থেকে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ।
ওই প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, “আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি রথযাত্রার আয়োজন করা হয়েছে । নতুন বছরের প্রথম সপ্তাহে এই রথযাত্রা শুরু হবে । এই রথযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা ও এর সাফল্য নিশ্চিত করতে রাজ্য বিজেপির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । এই কমিটির দায়িত্বে আছেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সাধারণ সম্পাদক টিঙ্কু রায়কে সহকারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এছাড়াও থাকবেন অমিত রক্ষিত ৷”
ওই প্রেস বিবৃতিতে আরও বলা হয়েছে যে একটি রথযাত্রা উত্তর ত্রিপুরা জেলা থেকে শুরু হবে এবং অন্য রথযাত্রা দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু হবে । দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু হওয়া রথযাত্রার দায়িত্বে রয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, বিধায়ক প্রমোদ রেয়াং, বিভীষণ দাস এবং তাপস মজুমদার ৷ অন্যদিকে বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিধায়ক শম্ভুলাল চাকমা এবং অন্যরা উত্তর ত্রিপুরা থেকে শুরু হওয়া রথযাত্রার দায়িত্বে রয়েছেন ৷