পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata Banerjee: শিলংয়ে মমতা-অভিষেক, উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন বাংলার মুখ্যমন্ত্রী - মুকুল সাংমা

আগামী ফেব্রুয়ারিতে মেঘালয়ে বিধানসভা ভোট (Meghalaya Assembly Elections 2023) ৷ তার আগে সোমবার শিলং পৌঁছালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) ৷

trinamool-congress-workers-in-meghalaya-welcome-mamata-banerjee-and-abhishek-banerjee-at-shillong
Mamata Banerjee: শিলং পৌঁছলেন মমতা-অভিষেক, উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন বাংলার মুখ্যমন্ত্রী

By

Published : Dec 12, 2022, 3:27 PM IST

শিলং (মেঘালয়), 12 ডিসেম্বর: মেঘালয় (Meghalaya) পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।

মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তাই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে শিলংয়ে (Shillong) । বহু মানুষ তথা দলের কর্মী-সমর্থকরা বাংলার মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এদিন শিলং বিমানবন্দরের বাইরে জমা হয়েছিলেন । বিমানবন্দরের বাইরে এদিন খাসি ভাষায় তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানালেন । মুখ্যমন্ত্রীও এই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত ।

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা মুকুল সাংমা (Mukul Sangma) । ছিলেন মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতিও ।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন রয়েছে মেঘালয়ে (Meghalaya Assembly Elections 2023) । মনে করা হচ্ছে জানুয়ারির শুরুর দিকেই ভোট ঘোষণা হয়ে যেতে পারে সেখানে । তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

মমতাকে স্বাগত জানাচ্ছেন মেঘালয়ের তৃণমূল কর্মীরা

এই মুহূর্তে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রধান বিরোধী দল হলেও প্রথমবার ষাট আসনেই লড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ময়দানে নেমেছে ঘাসফুল শিবির । আর তাই এই সফর থেকে মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়েও এক প্রস্থ আলোচনা হতে পারে ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন শিলংয়ের পা রেখেছেন, সেই সময় আরও একটি বিষয় ভীষণভাবে রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে । তা হল গত অক্টোবর মাসে অসম ও মেঘালয়ের সীমান্তবর্তী গ্রাম মুখরোতে অসম-মেঘালয় সীমান্তে চলে গুলি । এবং এই ঘটনায় মেঘালয়ের পাঁচজন বাসিন্দার মৃত্যু হয় । এই মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল । মৃত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস । মনে করা হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী এই সফরকালে মুখরো গুলি কাণ্ডে মৃত পরিবারগুলির সদস্যদের সঙ্গে দেখা করতে পারেন ৷

আরও পড়ুন:তিন দিনের সফরে আজ মেঘালয়ে যাচ্ছেন মমতা ও অভিষেক

ABOUT THE AUTHOR

...view details