কলকাতা, 5 ডিসেম্বর:মাসের শুরুতেই বাতিল করা হল একগুচ্ছ ট্রেন । মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে । সাউথ সেন্ট্রাল রেলওয়েতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কাজ চলেছে । তাই দক্ষিণ পূর্ব রেলের এক গুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। বেশকিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে এই মাসে ৷ তাই নতুন কোনও বেড়ানোর পরিকল্পনা থাকলে আগে একবার চোখ বুলিয়ে নিন ট্রেনের তালিকায় ৷
বাতিল হওয়া ট্রেনের তালিকা:
22877 হাওড়া-এর্নাকুলাম এক্সপ্রেস আগামী 9 ও 16 ডিসেম্বর বাতিল থাকবে।
22878 এর্নাকুলাম-হাওড়া এক্সপ্রেস আগামী 11 এবং 18 ডিসেম্বর বাতিল থাকবে।
22842 তাম্বারাম-সাঁতরাগাছি এক্সপ্রেস আগামী 13 এবং 20 বাতিল থাকবে।
22841 সাঁতরাগাছি-তাম্বরম এক্সপ্রেস আগামী 11 এবং 18 ডিসেম্বর বাতিল থাকবে।
22817 হাওড়া-মৈসুরু এক্সপ্রেস আগামী 15 ডিসেম্বর থাকবে
22818 মাইসুরু-হাওড়া এক্সপ্রেস আগামী 17 ডিসেম্বর বাতিল থাকবে।
22807 সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস আগামী 15 ডিসেম্বর বাতিল থাকবে।
22808 এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি এক্সপ্রেস আগামী 17 ডিসেম্বর বাতিল থাকবে।
18111 টাটানগর-যশোবন্তপুর এক্সপ্রেস আগামী 7 ও 14 ডিসেম্বর বাতিল থাকবে।
18112 যশবন্তপুর-টাটানগর এক্সপ্রেস আগামী 10 ও 17 ডিসেম্বর বাতিল থাকবে।
22849 আগামী শালিমার-সেকেন্দরাবাদ এক্সপ্রেস আগামী 13 ডিসেম্বর বাতিল থাকবে।
22850 সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস আগামী 15 ডিসেম্বর বাতিল থাকবে ৷
ট্রেন ডাইভারশন:(কিছু ট্রেনের রাস্তা বদল করা হয়েছে)
18045 শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস 16 ও 17 ডিসেম্বর সেকেন্দ্রাবাদ-পাগিদিপল্লি-গুন্টুর-বিজয়ওয়াড়া হয়ে হায়দরাবাদ পৌঁছবে।
18046 হায়দ্রাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস 17 ও 18 ডিসেম্বর সেকেন্দ্রাবাদ-পাগিদিপল্লি-গুন্টুর-বিজয়ওয়াড়া হয়ে গন্তব্যে পৌঁছবে ।
সময় বদল: