1. পরিচিত দিঘাকে আজ চেনা দায় !
ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাঙালির প্রিয় দিঘা ৷ কোথায় বিচ, আর কোথায় বা সমুদ্র বোঝা দায় ৷ জলে ভেসে সব একাকার ৷ রাস্তার উপর হুড়হুড় করে বইছে সমুদ্রের জল ৷ ভেঙেছে সমুদ্র পাড়ের একাংশ ৷ হোটেলগুলি জলবন্দি ৷ জলে ভাসছে ছোটোবড় দোকানগুলি ৷ অতিপরিচিত দিঘাকে আজ চেনাই দায় ৷
2. উড়ল বাড়ির চাল, ভাঙল গাছ ; দিনভর ওডিশায় যশের তাণ্ডব
সকাল থেকে উত্তাল সমুদ্র । ঝোড়ো হাওয়া । কথা ছিল, সকাল 11টা থেকে 12 টার মধ্যে আছড়ে পড়বে যশ । কিন্তু, ঘড়িতে তখন সকাল 9 টা 15 । প্রায় 130-150 কিমি গতিবেগে ওডিশার ভদ্রকে আছড়ে পড়ে যশ । সকাল থেকে ক্রমাগত বাড়তে থাকে ঝোড়ো হাওয়ার দাপট । বেশ কয়েকটি বাড়ির চাল উড়ে যায় । বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে । রীতিমতো লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ওডিশার একাধিক এলাকা ।
3. 9 ঘণ্টার মধ্যে শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হবে যশ
আগামী 24 ঘণ্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ।
4. কেন্দ্র-রাজ্য যৌথ প্রচেষ্টাতেই যশের মোকাবিলা সহজ হয়েছে : মুখ্যমন্ত্রী
রাজ্য়ের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাগুলিও একজোট বেঁধে কাজ করেছে বলেই যশের মোকাবিলা সহজ হয়েছে ৷ বুধবার নবান্নে আয়োজিত ভার্চুয়াল বৈঠকে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, রাজ্য়ের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সকলেই সতর্ক ছিল ৷ সকলেই মাঠে নেমে ঘূর্ণিঝড়ের মোকাবিলা করেছে ৷ আর সেই কারণেই একটি মাত্র দুর্ঘটনাজনিত মৃত্য়ু ছাড়া এদিন বিশাল আকারের কোনও ভয়াবহ ঘটনা ঘটেনি ৷
5.কোভিড পরবর্তী সময়ে পৃথিবী আর আগের মতো থাকবে না : প্রধানমন্ত্রী
বুধবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভার্চুয়াল ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, কোভিড পরবর্তী সময়ে পৃথিবীর চিত্রটা আগের থেকে অনেকটাই বদলে যাবে ৷ যার প্রভাব পড়বে অর্থনীতির উপরেও ৷ মোদি বলেন, ‘‘করোনা পরবর্তী সময়ে আমাদের গ্রহ আর আগের মতো থাকবে না ৷ আমরা সব কিছুকেই কোভিডকালের আগের ও কোভিডকালের পরের ঘটনা হিসাবে মনে রাখব ৷’’