পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - Top news of the day

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

দিনের সেরা খবর
দিনের সেরা খবর

By

Published : May 8, 2021, 3:04 PM IST

1. নির্বাচন কমিশনের সহায়তায় রিগিং করেছে বিজেপি, বিধানসভায় সরব মমতা

অধ্যক্ষ নির্বাচনে এদিন বিজেপির কেউ উপস্থিত ছিল না । গতকালই তারা জানিয়ে দিয়েছিল অধ্যক্ষ নির্বাচনের দিন তারা বিধানসভা বয়কট করবেন । সেইমতো এদিন বিধানসভায় বিজেপির কোনও সদস্য উপস্থিত ছিলেন না । এরই সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সহায়তায় রিগিং করেছে বিজেপি । কমিশনের সাহায্য না থাকলে বিজেপি 30 আসনও পেত না বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

2. করোনা পরিস্থিতি নিয়ে চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর

করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য দেশের চার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সামগ্রিক পরিস্থিতি নিয়েই কথা হয়েছে বলে সরকারি সূত্রের খবর ৷

3. বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের জন্য বিধানসভার অধ্যক্ষ হলেন বিমান বন্দ্যোপাধ্যায়

ভোট পরবর্তী হিংসার জন্য বিধানসভার নির্বাচন বয়কট করেছে বিজেপি ৷ তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধ্বনি ভোটে বিধানসভার অধ্যক্ষ হলেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷

4. করোনা মোকাবিলায় বাংলাকে সবরকম সাহায্য, মমতাকে চিঠি হর্ষ বর্ধনের

গতকাল টুইটে হর্ষ বর্ধন বাংলাকে আমার সোনার বাংলা বলে উল্লেখ করেন । লেখেন, কেন্দ্রের তরফে অক্সিজেন, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সবই দেওয়া হচ্ছে । করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলার জন্য সবরকম সাহায্য করতে প্রস্তুত নরেন্দ্র মোদি সরকার ।

5. টিকার জন্য হাহাকার, কিন্তু ভ্যাকসিন বাজেটের মাত্র 14 শতাংশ খরচ কেন্দ্রের

বিশ্বে টিকা দান কর্মসূচি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তার উপর ভ্যাকসিনের ঘাটতি ৷ টিকা দেওয়ার জন্য 35 হাজার কোটি টাকার বাজেট যখন সামনে এসেছে, তখন করোনা সংক্রমণ মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়ে গিয়েছে । প্রতিবেদনটি লিখেছেন ETV ভারতের ডেপুটি নিউজ় এডিটর কৃষ্ণানন্দ ত্রিপাঠি ৷


6. বিশ্বের বৃহত্তম কার্গো প্লেন কোভিড সরঞ্জাম নিয়ে ব্রিটেন থেকে ভারতের পথে

বিশ্বের সবচেয়ে বড় কার্গো প্লেন অ্যান্টনোভ 124 এয়ারক্রাফ্ট কোভিড সরঞ্জাম নিয়ে ভারতে আসছে ৷ রবিবার সকাল সকালই তা দিল্লি পৌঁছাবে ৷

7.রায়দিঘি গ্রামীণ হাসপাতালে বসানো হল দু’টি অক্সিজেন কনসেনট্রেটর

দক্ষিণ 24 পরগনার রায়দিঘি গ্রামীণ হাসপাতালে জাপানি প্রযুক্তিতে তৈরি দু’টি অক্সিজেন কনসেনট্রেটর বসানো হল ৷ বিদ্যুৎ চালিত এই অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে বাতাসে থাকা 21 শতাংশ অক্সিজেনকে বিশেষ প্রক্রিয়ার মানুষের ব্যবহারের উপযোগী 93 শতাংশ অক্সিজেনে পরিণত করা সম্ভব ৷ এই পদ্ধতিতে মাত্র 1 মিনিটের মধ্যেই 5 লিটার অক্সিজেন তৈরি করা সম্ভব হবে ৷

8.তুফানগঞ্জে তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ

কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভাঙচুর ও আগুন ধরানোর অভিযোগ উঠেছে ৷ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ ৷ আগুন নেভাতে খবর দেওয়া হয় দমকলে ৷

9.করোনায় ইমিউনিটি বাড়াতে সঙ্গী সুর

'সঙ্গী হোক সুর' এই বিশেষ আয়োজন শুধু মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ থেকে নিলেন শিল্পী । শিল্পী তাঁর ফেসবুক পেজ থেকে মঙ্গল,বৃহস্পতি শনিবার সন্ধ্যা ৭টা থেকে বিশিষ্ট অতিথিদের ভার্চুয়ালি সঙ্গে নিয়ে করবেন এই অনুষ্ঠান ।

10.টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ড যাচ্ছেন বাংলার ঈশ্বরণ

তিনজন নিয়মিত ওপেনারের সঙ্গে অভিমন্যু ঈশ্বরণকেও ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে যাতে সিনিয়রদের সঙ্গে থেকে নিজেকে আরও ঝালাই করতে পারেন ৷ না হলে রোহিত শর্মা, শুভমন গিল এবং ময়ঙ্ক আগরওয়ালরা থাকতে ভারতীয় দলে ঈশ্বরণের জায়গা পাওয়াটা বেশ মুশকিল ৷

ABOUT THE AUTHOR

...view details