1. নির্বাচন কমিশনের সহায়তায় রিগিং করেছে বিজেপি, বিধানসভায় সরব মমতা
অধ্যক্ষ নির্বাচনে এদিন বিজেপির কেউ উপস্থিত ছিল না । গতকালই তারা জানিয়ে দিয়েছিল অধ্যক্ষ নির্বাচনের দিন তারা বিধানসভা বয়কট করবেন । সেইমতো এদিন বিধানসভায় বিজেপির কোনও সদস্য উপস্থিত ছিলেন না । এরই সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সহায়তায় রিগিং করেছে বিজেপি । কমিশনের সাহায্য না থাকলে বিজেপি 30 আসনও পেত না বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
2. করোনা পরিস্থিতি নিয়ে চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য দেশের চার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সামগ্রিক পরিস্থিতি নিয়েই কথা হয়েছে বলে সরকারি সূত্রের খবর ৷
3. বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের জন্য বিধানসভার অধ্যক্ষ হলেন বিমান বন্দ্যোপাধ্যায়
ভোট পরবর্তী হিংসার জন্য বিধানসভার নির্বাচন বয়কট করেছে বিজেপি ৷ তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধ্বনি ভোটে বিধানসভার অধ্যক্ষ হলেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷
4. করোনা মোকাবিলায় বাংলাকে সবরকম সাহায্য, মমতাকে চিঠি হর্ষ বর্ধনের
গতকাল টুইটে হর্ষ বর্ধন বাংলাকে আমার সোনার বাংলা বলে উল্লেখ করেন । লেখেন, কেন্দ্রের তরফে অক্সিজেন, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সবই দেওয়া হচ্ছে । করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলার জন্য সবরকম সাহায্য করতে প্রস্তুত নরেন্দ্র মোদি সরকার ।
5. টিকার জন্য হাহাকার, কিন্তু ভ্যাকসিন বাজেটের মাত্র 14 শতাংশ খরচ কেন্দ্রের
বিশ্বে টিকা দান কর্মসূচি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তার উপর ভ্যাকসিনের ঘাটতি ৷ টিকা দেওয়ার জন্য 35 হাজার কোটি টাকার বাজেট যখন সামনে এসেছে, তখন করোনা সংক্রমণ মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়ে গিয়েছে । প্রতিবেদনটি লিখেছেন ETV ভারতের ডেপুটি নিউজ় এডিটর কৃষ্ণানন্দ ত্রিপাঠি ৷