পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - Top news at a glance

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

দিনের সেরা খবর
দিনের সেরা খবর

By

Published : Apr 24, 2021, 3:09 PM IST

1. হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে কমিশনকে তোপ মমতার

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে তাবেদারি করার অভিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিনের কর্মীসভায় একাধিক কাগজ সঙ্গে নিয়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেগুলি নির্বাচন কমিশন এবং জেলার ডিএম ও এসপিদের হোয়াটস অ্যাপ গ্রুপ চ্য়াটের তথ্য বলে দাবি করলেন তিনি ৷

2. করোনা পরিস্থিতির জেরে বঙ্গ-ভোটে প্রচার বাতিল অমিত শাহের

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই নির্বাচনী প্রচার বন্ধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার সেই পথে হাঁটলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ ৷ বিজেপির সূত্র থেকে জানা গিয়েছে যে তিনি বঙ্গ-ভোটের প্রচারে আর কোনও সভা করবেন না ৷

3. মৃত্যু 20 জনের, 200 জীবন বিপন্ন ; দিল্লির হাসপাতালে অক্সিজেনের হাহাকার

অক্সিজেন শেষ হয়ে এসেছিল ৷ নিঃশ্বাস নিতে পারছিলেন না ৷ চারিদিকে হাহাকার ৷ মুমূর্ষু শরীরগুলি বেশিক্ষণ এই কষ্ট সহ্য করতে পারল না ৷ দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে প্রাণ গেল 20 জন রোগীর ৷

4. দেশে দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখ ছুঁইছুঁই, একদিনে মৃত আড়াই হাজারের বেশি

গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 3 লাখ 46 হাজারের বেশি মানুষ ৷ একদিনে মৃত্যু হয়েছে 2,624 জনের ৷

5. ভ্যাকসিন-সহ দরকারি ওষুধ ভারতে পাঠানো নিয়ে প্রবল চাপের মুখে বাইডেন সরকার

আমেরিকা থেকে ভ্যাকসিন তৈরির উপাদানগুলি ভারতে রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বাইডেন সরকার ৷ ফলে ভারতে ভ্যাকসিন উৎপাদনের গতি কমে গিয়েছিল ৷ এ বিষয়ে টুইটে আবেদন করার পর ভারতে ওষুধের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এবার আমেরিকায় ইউ চেম্বার্স-সহ বিভিন্ন মহলের চাপের মুখে তিনি ৷

6. গুলি-বোমাবাজি, ভোটের পর অশান্ত নৈহাটি

গতকাল রাতেও নৈহাটির বিজয়নগর এলাকায় বিজেপির পোস্টার ও ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷

7. অর্জুনের সভা ঘিরে উত্তেজনা বেলগাছিয়ায়, চলল গুলি

গতকাল সন্ধে নাগাদ বিজেপির সভা ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় বেলাগাছিয়ার ট্রামডিপো এলাকা ৷ তৃণমূল ও বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে ৷

8. অনিল দেশমুখের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের, বাড়িতে তল্লাশি

অনিলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক তদন্ত শুক্রবারই শেষ করেছে সিবিআই ৷ মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ অফিসার পরমবীর সিংয়ের করা দুর্নীতির অভিযোগের সূত্র ধরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা অনিল দেশমুখের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছে ৷

9. তপসিয়ায় বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

বিজেপির তরফ থেকে অভিযোগ, গতকাল রাতে ভোটের স্লিপ বিলি করছিলেন বিজেপি কর্মীরা ৷ সেইসময় হঠাৎ তৃণমূলের লোকজন তাদের উপর চড়াও হয় ৷ এক বিজেপি নেত্রীকে রাস্তায় ফেলে মারধর করে ৷ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় ৷ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে ৷ এন্টালি বিধানসভার তপসিয়া এলাকার ঘটনা ৷


10. ফের হিমবাহ ভেঙে বিপর্যয় চামোলির ভারত-চিন সীমান্তে

উত্তরাখণ্ডের চামোলি জেলায় ফের হিমবাহ বিস্ফোরণ ৷ ভারত-চিন সীমান্তে নিটি উপত্যকার সুমনা অঞ্চলে শুক্রবার গভীর রাতে এই বিপর্যয়ের ঘটনা ঘটে ৷

ABOUT THE AUTHOR

...view details