1.Child Fever : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ফের জ্বরে তিন শিশুর মৃত্যু
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College) ফের তিন শিশুর মৃত্যু ঘটল ৷ 1 মাস 25 দিন, 8 মাস এবং 11 বছর বয়সী মৃত শিশুদের বাড়ি যথাক্রমে ধূপগুড়ি, শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এবং শিলিগুড়ির প্রধাননগরের রামকৃষ্ণনগরে ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, এই শিশুদের শুধু জ্বরই নয়, তাদের আরও বিভিন্ন রকমের সমস্যা ছিল ৷
2. Cyclone Gulab Landfall : রবির সন্ধেয় মাটি ছুঁল গুলাব, দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা মোদির
উপকূলের মাটি ছুঁল ঘূর্ণিঝড় গুলাব ৷ রবিবার সন্ধে নাগাদ স্থলভাগে পৌঁছয় গুলাব ৷ অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম এবং ওড়িশার গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগের আরও ভিতরে ঢুকবে এই ঘূর্ণিঝড় ৷ সময় লাগবে প্রায় তিন ঘণ্টা ৷ ইতিমধ্যেই সংশ্লিষ্ট দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷ দিয়েছেন পাশে থাকার আশ্বাস ৷
3. KKR vs CSK : রুদ্ধশ্বাস ম্যাচে নাইটদের হারিয়ে এক নম্বরে সুপার কিংস
জয়ের হ্য়াটট্রিকের সামনে এসে হোঁচট খেল কেকেআর ৷ সুপার কিংসকে জেতালেন জাড্ডু ৷ এক ওভারে 22 রান দিয়ে 'ভিলেন' নাইট পেসার প্রসিদ্ধ কৃষ্ণা ৷ এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ফের শীর্ষে চলে গেল চেন্নাই সুপার কিংস ৷
4. Abhishek Banerjee: মোদির থেকে বেশি জনপ্রিয় বলেই মমতাকে রোম যেতে দেয়নি কেন্দ্র : অভিষেক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) থেকেও বেশি জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ সে জন্যই তাঁকে রোমে যেতে দেয়নি কেন্দ্র ৷ ভবানীপুর উপনির্বাচনের প্রচারে গিয়ে একথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷
5. Corona in Bengal : নতুন করে সংক্রামিত 748, মৃত 9
গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 748 জন ৷ আগের দিন যা ছিল 762 জন ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 11 জনের ৷