1. Zelenskyy speaks with Modi : রাষ্ট্রসঙ্ঘে ভারতের রাজনৈতিক সমর্থন চেয়ে মোদিকে ফোন জেলেনস্কির
ইউক্রেনে রুশ আক্রমণ চলছে ৷ পরিস্থিতি সামলাতে শনিবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ নিন্দাপ্রস্তাব আনে ৷ প্রস্তাবে ভোট না দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যায়নি মোদি সরকার ৷ তারপরেই নরেন্দ্র মোদির সঙ্গে কথা বললেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ৷
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, পাল্টা পুলিশকে লক্ষ্য বাম ছাত্র-যুবদের ইট ছোঁড়ার ঘটনায় উত্তপ্ত পানিয়ারা (SFI-DYFI agitation at Paniara protesting Anish Khan death case) ৷ আহত একাধিক পুলিশকর্মী (Several Policeman injured) ৷
3. Indian Trapped in Ukraine : ‘আমাদের বাঁচান’, খারকিভে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ভারতীয় পড়ুয়ারা
ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার আক্রমণে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 198 জন ৷ ছবির মতো সুন্দর দেশের আকাশ বিষিয়ে গিয়েছে কালো ধোঁয়ায় ৷ দেশের বাসিন্দাদের সঙ্গেই প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন সেদেশে থাকা ভারতীয়রাও ৷ বাঙ্কারে আটকে থাকা কিছু ভারতীয়ের সঙ্গে কথা বললেন ইটিভি ভারত-এর সৌরভ শর্মা (Indian students trapped in bunkers) ৷
4. Bengal Civic Polls 2022 : নিরাপত্তার বজ্র আঁটুনি, রবিবার উত্তর 24 পরগনার 25টি পৌরসভায় নির্বাচন
25টি পৌরসভায় নির্বাচনের জন্য আলাদা আলাদা ডিসিআরসি সেন্টার করা হয় প্রশাসনের তরফে । বারাসত এবং মধ্যমগ্রাম পৌরসভার জন্য ইভিএম বন্টন কেন্দ্র করা হয়েছিল যথাক্রমে বারাসত সরকারি কলেজ সংলগ্ন মাঠ ও প্যারীচরণ গভর্মেন্ট স্কুলে (Bengal Civic Polls 2022) ।
5. Anish Khan Death Case: আনিশ খানের রহস্যমৃত্যুর তদন্তকে ভুল পথে চালানোর চেষ্টা চলছে, অভিযোগ সিটের
উস্কনি দিয়ে আনিশ খানের রহস্যমৃত্যুর তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা চলছে, অভিযোগ সিটের । হাওড়ায় আনিশ খানের হত্যার ঘটনায় কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত ভাবে উস্কানিমূলক কাজ করছে এবং তদন্তকে বিকল্প পথে চালানোর চেষ্টা করছে । ভবানী ভবন সূত্রের খবর, সেই সকল লোকেদের এবার চিহ্নিত করবে গোয়েন্দারা (Anish Khan Death Case)।