1.India vs Afghanistan : বড় ব্যবধানে জিতে সেমির দৌড়ে ভেসে রইল বিরাটবাহিনী
টস হারা অভ্যাসে পরিণত করে ফেলেছেল বিরাট ৷ তবে প্রথমে ব্যাট হাতে নেমে এদিন অকুতোভয় রোহিত শর্মা-কেএল রাহুলে বড় রানের ভিত গড়ে ভারত ৷ 2007 ডারবানে ওপেনিংয়ে গম্ভীর-সেহওয়াগের 136 রান এতদিন ছিল সর্বোচ্চ ৷ এদিন সেই রেকর্ড ভেঙে 140 করলেন রোহিত-রাহুল ৷
2. Rahul Dravid : ম্যাচের মাঝেই ঘোষণা, টিম ইন্ডিয়ার নতুন কোচ রাহুল দ্রাবিড়
প্রথমে রাজি না-হলেও পরে বিরাট কোহলিদের হেডস্যার হিসেবে দায়িত্ব নিয়ে রাজি হন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ সেই মতো বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় দলের কোচের পদে আবেদন করেন দ্রাবিড় ৷ ভারত-আফগানিস্তান ম্যাচের মাঝেই তাঁকে বিরাট-রোহিতদের নতুন 'হেডস্যার' হিসেবে ঘোষণা করল বিসিসিআই ৷
3. Ghoramara Island : ঘোড়ামারা দ্বীপের চড়ে ডুবল বাংলাদেশি জাহাজ, উদ্ধার 13 কর্মী
বাংলাদেশের পণ্যবাহী জাহাজটি হলদিয়া থেকে হুগলি নদী দিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল ৷ রাতে কুয়াশায় ঠিকমতো ঠাহর করতে না পারায় চড়ে ধাক্কা লাগে ৷ জাহাজের সামনের অংশে ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে ৷
4. Eden gardens : ইডেনে ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের দাম ঘোষণা
আগামী 21 নভেম্বর ইডেন গার্ডেনে রয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ ৷ সেই ম্যাচেরই সাড়ে ছ'শো এবং দেড় হাজার টাকার টিকিটের দাম ঘোষণা করল সিএবি ৷ এই টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও কানপুর এবং মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে আরও দু'টি টেস্ট ম্যাচ খেলবে কিউয়িরা । সে দু'টির প্রথমটি শুরু হবে 25 নভেম্বর থেকে ৷
5. Petrol-Diesel Price : দাম কমল পেট্রল-ডিজ়েলের, মধ্যরাত থেকে কার্যকর
সরকারি নিয়ন্ত্রণ উঠে যাওয়ায় এখন পেট্রল, ডিজ়েলের দাম স্থির হয় রোজের হিসাবে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং বিদেশি মুদ্রার বিনিময় হারের উপর নির্ভর করেই ভারতের বাজারে তেলের দাম বাড়ে, কমে ৷ দেশে পেট্রলের দাম একশো পেরিয়ে গিয়েছে বহুদিন ৷ তারপরেই পেট্রল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর ঘোষণা করল সরকার ৷