পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - TOP NEWS @ 9 PM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS AT 9 AM
টপ নিউজ় @ রাত 9 টা

By

Published : Oct 24, 2021, 9:02 PM IST

1.করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখীই, কমল মৃত্যু

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 10 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 12 জনের ৷

2.আসালঙ্কা-রাজাপক্ষের ব্যাটে 'টাইগার্স বধ' দ্বীপরাষ্ট্রের

ভারত-পাক মহারণের প্রাক্কালে শারজায় এদিন এই দুই এশীয় শক্তির লড়াই ঘিরেও উত্তেজনা ছিল চোখে পড়ার মত ৷ উত্তেজক ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কা দলনায়ক দাসুন শানাকা ৷ দারুণ শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার মহম্মদ নঈম এবং লিটন দাস ৷

3.হিংসা ইস্যুতে মমতার নিশানায় বিজেপিশাসিত ত্রিপুরা

রবিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেট আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ হিংসা ইস্যুতে বিরোধী বিজেপিকে কড়া জবাব দেন তিনি ৷ মমতার দাবি, পশ্চিমবঙ্গে কোথাও কোনও হিংসা হয়নি ৷ বরং বিজেপিশাসিত ত্রিপুরাতেই এমন ঘটনা ঘটে চলেছে ৷

4.কলকাতা মেট্রোর নন এসি রেককে আলবিদা

আনুষ্ঠানিকভাবে বিদায় নিল কলকাতা মেট্রোর নন এসি রেক ৷ আজ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে একটি নন এসি রেককে ফুল দিয়ে সাজিয়ে কেক কেটে এবং ফ্ল্যাগ অফ করে চিরবিদায় জানানো হয় ৷ তার আগে আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ওই নন এসি রেকে কলকাতা মেট্রোর ইতিহাস ও বর্তমানের বিভিন্ন মুহূর্তের ছবির প্রদর্শনী করা হয় ৷

5.‘চল্লিশ বছরে এমন বিশৃঙ্খলা, নৈরাজ্য দেখিনি’, সিধুকে তীব্র আক্রমণ মণীশের

দলিত সম্প্রদায় থেকে আসা চরণজিৎকে মুখ করে কংগ্রেস যখন বিধানসভা নির্বাচনের অঙ্ক কষছে, তখন লাগাতার আক্রমণ চালিয়েই যাচ্ছেন সিধু ৷ প্রদেশ কংগ্রেসের সভাপতি থেকে ইস্তফাও দিয়েছেন তিনি ৷

6.দুই দুষ্কৃতী দলের সংঘর্ষে উত্তপ্ত মেডিক্যাল কলেজের গেট

কলকাতা মেডিক্যাল কলেজে দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ ৷ হাসপাতালের 5 নং গেটের বাইরে এই ঝামেলা হয় বলে অভিযোগ ৷ যে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ইডেন হাসপাতাল রোড ৷ পরিস্থিতি মোকাবিলায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয় ৷

7.দিনহাটায় পরকীয়ার সন্দেহে স্ত্রী এবং সৎ ছেলেকে খুন করে আত্মঘাতী স্বামী

প্রতিবেশীরা জানিয়েছেন, বছর খানেক আগে বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শ্যামল বর্মনের মেয়ে শান্তনার সঙ্গে বিয়ে হয় মনোরঞ্জনের । এটি শান্তনার দ্বিতীয় পক্ষের বিয়ে । আগের পক্ষের ছেলে রনিকে নিয়েই তাঁকে বিয়ে করেন মনোরঞ্জন । কিন্তু বিয়ের পর শান্তনা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে জানতে পারেন মনোরঞ্জন ।

8.রোহিতের কোলে ঘুমোচ্ছেন অক্ষয়, মজার ভিডিয়ো পোস্ট ক্যাটরিনার

সূর্যবংশীর (Sooryavanshi) প্রচারের এক মজাদার ভিডিয়ো পোস্ট করলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ৷ সেই ভিডিয়োতে রোহিত শেট্টির কোলে মাথা রেখে একটু চোখ বুজে বিশ্রাম নিতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে (Akshay Kumar) ৷

9.লরির ধাক্কায় নয়ানজুলিতে পড়ল বাস, আহত সাত

বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাম বটতলা এলাকায় পথ দুর্ঘটনায় জখম হলেন সাতজন বাস যাত্রী ৷ এদিন সকালে এই জায়গায় লরির ধাক্কায় একটি মিনিবাস রাস্তার পাশের একটি নয়ানজুলিতে পড়ে ৷ তাতেই এই বিপত্তি ৷

10.আউট হয়ে মেজাজ হারালেন লিটন, তেড়ে গেলেন ব্যাট উঁচিয়ে

তড়িঘড়ি এসে পরিস্থিতি সামাল দেল শ্রীলঙ্কার অন্যান্য ক্রিকেটার এবং দুই আম্পায়ার ৷ তবে লিটন ব্যর্থ হলেও মূলপর্বের প্রথম ম্যাচেই জ্বলে উঠল বাংলাদেশ ৷ শারজা ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কান বোলারদের উপর এদিন ছড়ি ঘোরালেন নঈম-রহিমরা ৷

ABOUT THE AUTHOR

...view details