পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা - টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সকাল 9 টা
টপ নিউজ় @ সকাল 9 টা

By

Published : Oct 9, 2021, 9:06 AM IST

1.KMC : পুজোর আগে শহরের রেস্তরাঁগুলির খাবারের গুণগত মান পরিদর্শনে কলকাতা পৌরনিগম

দুর্গাপুজোর আগেই শহরের হোটেল-রেস্তোরাঁগুলির খাদ্যের গুণগত মান যাচাইয়ে অভিযান নামল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation- KMC) ৷

2. Kolkata Knight Riders: সানরাইজার্সের হাতেই সূর্যোদয়, শেষ চারে নাইটরা

2021 আইপিএলের প্লে-অফে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স ৷ সানরাইজার্স হায়দারাবাদ 65 রান তুলতেই শেষ চারে জায়গা করে নিল কেকেআর ৷ চতুর্থ দল হিসেবে চতুর্দশ আইপিএলে প্লে-অফে জায়গা করে নিল কিং খানের দল ৷

3. Adhir-Mamata : মমতার ইচ্ছা কংগ্রেসকে ধ্বংস করা: অধীর

এদিন বিধানভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন কয়েকশো বিজেপি কর্মী। উত্তর 24 পরগনা থেকে 300-র বেশি বিজেপি কর্মী কংগ্রেসে যোগ দেন।

4. Hyderabad Rain : রাতে আচমকা বৃষ্টিতে ডুবল হায়দরাবাদ, নালার জলের স্রোতে তলিয়ে গেলেন 2 জন

শুক্রবার রাতে ভারী বৃষ্টিতে হায়দরাবাদের বিস্তীর্ণ এলাকায় জল জমে যায় ৷ নিচু জায়গা-সহ বিভিন্ন জায়গার নালাগুলি উপচে পড়ে জলের স্রোত বইতে থাকে রাস্তায় ৷ বিশেষত বনস্থলীপুরম ও কুকাটপল্লির অবস্থা ভয়াবহ রূপ নেয় ৷ বনস্থলীপুরমে নালার স্রোতে তলিয়ে যান 2 জন, জানিয়েছেন বনস্থলীপুরমের এসিপি কে পুরুষোত্তম ৷ তাঁদের খোঁজ শুরু হয়েছে ৷

5. Income Tax Department : কলকাতা-সহ উত্তর-পূর্বের একাধিক শহরে আয়কর হানা, 250 কোটির সম্পত্তির হদিশ

গত 5 ও 15 অক্টোবর কলকাতা, গুয়াহাটি, রঙ্গিয়া, শিলং, পাটনার একাধিক স্থানে আয়কর দফতরের আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালান বলে জানা গিয়েছে ৷

6. Gauri Khan: কঠিন সময়ে জন্মদিন, গৌরী খানকে শুভেচ্ছায় শক্ত থাকার বার্তা ফারহা-সুজানদের

কঠিন সময়ে আজ জন্মদিন গৌরী খানের (Gauri Khan) ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়ে শক্ত থাকার বার্তা দিলেন ফারহা খান (Farah Khan), সুজান খান (Sussanne Khan)-সহ অন্যান্য বন্ধুরা ৷

7. Corona in Bengal: মৃত্যু কমে অর্ধেক, সামান্য বাড়ল সংক্রমণ

আগের দিনের তুলনায় রাজ্যে সামান্য বাড়ল করোনার সংক্রমণ ৷ তবে মৃত্যু কমেছে অনেকটাই ৷ কলকাতায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ সংক্রামিত 158 জন ৷ উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 2 জনের ৷ সংক্রামিত 148 জন ৷

8. Terrorist killed : পুলিশের সঙ্গে সংঘর্ষে কাশ্মীরে হত এক জঙ্গি

এদিন তল্লাশি অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে 2 জঙ্গি ৷ পাল্টা জবাব দেয় পুলিশ ৷

9. ISL Prize Money : আইএসএল লিগজয়ী দলের পুরস্কার মুল্য বেড়ে হল সাড়ে তিন কোটি টাকা

লিগ-শিল্ড জয়ী দল যদি আইএসএলে চ্যাম্পিয়ন হয়, তাহলে তারা মোট সাড়ে 9 কোটি টাকা পাবে। লিগ-শিল্ড জয়ী দল যদি রানার্স হয়, তাহলে তাদের পকেটে ঢুকবে সাড়ে ছয় কোটি টাকা। লিগ টেবিলের শীর্ষস্থানাধিকারী যদি তৃতীয় বা চতুর্থ হয় তাহলে তারা পাবে 5 কোটি টাকা।

10. Lakhimpur : লখিমপুর কাণ্ডে মন্ত্রীর ছেলেকে গ্রেফতারের দাবিতে মৃত সাংবাদিকের বাড়িতে অনশনে সিধু

শুক্রবার লখিমপুরের হিংসায় মৃত সাংবাদিক রমন কাশ্যপের বাড়ি যান সিধু ৷ কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে ৷

ABOUT THE AUTHOR

...view details