পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ @ সকাল 11 টা - Top News @ 11 AM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top News @ 11 AM
টপ নিউজ @ সকাল 11 টা

By

Published : Nov 5, 2021, 11:07 AM IST

  1. Subrata Mukherjee : সিদ্ধার্থের মন্ত্রিসভা থেকে মমতার মন্ত্রী, অস্তাচলে এভারগ্রিন সুব্রত

1972 সালে সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলের অন্যতম মন্ত্রী থেকে তৃণমূল সরকারের অন্যতম সদস্য ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ৷

2. Subrata Mukherjee : কলকাতার মহানাগরিক পদে সুব্রত তৈরি করেছিলেন একাধিক দৃষ্টান্ত

কলকাতার অন্যতম সফল মেয়র ও প্রশাসক হিসেবে আজও উদাহরণ দেওয়া হয় সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) ৷

3. Subrata Mukherjee : আজ বিকেলে শেষকৃত্য সুব্রতর

বৃহস্পতিবার রাত 9টা 22 মিনিটে প্রয়াত হয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ৷ শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে হবে তাঁর শেষকৃত্য ৷

4. Subrata Mukherjee : সুব্রতর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন সুব্রত । রবিবার বিকেলে এসএসকেএম-এর উডবার্ন বিভাগে অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর জন্য ভর্তি করা হয়েছিল তাঁকে ।

5. Subrata Mukherjee : সিদ্ধার্থের মন্ত্রিসভা থেকে মমতার মন্ত্রী, অস্তাচলে এভারগ্রিন সুব্রত

1972 সালে সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলের অন্যতম মন্ত্রী থেকে তৃণমূল সরকারের অন্যতম সদস্য ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ৷

6. India-Pakistan: পাকিস্তানের আকাশপথে ভারতীয় বিমান চলাচলের অনুরোধ জানাল ভারত

23 অক্টোবর থেকে গো ফার্স্ট সংস্থা শ্রীনগর-শারজা-শ্রীনগর বিমান পরিষেবা চালু করে ৷ 31 অক্টোবর পর্যন্ত সব কিছু ঠিক ছিল ৷

7. Kali Pujo-Firecracker : নিষেধাজ্ঞা সত্ত্বেও শব্দবাজির দাপট শহরে, জমা পড়ল অভিযোগও

নিষেধাজ্ঞা সত্ত্বেও কালীপুজোর রাতে কলকাতায় দেদার ফাটানো হল শব্দবাজি ৷ তার দাপটে লালবাজারে জমাও পড়ল বহু অভিযোগ ৷

8. Corona in Bengal : ন'শোর ঘরেই দৈনিক সংক্রমণ, মৃত 14

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 14 জনের ৷ কলকাতা, উত্তর 24 পরগনায় 5 জন করে প্রাণ হারিয়েছেন ৷

9. T20 World Cup : শ্রীলঙ্কার কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার চরিথ আসলঙ্কা৷ তিনি 41 বলে 68 রান করেন ৷

10. IND vs SCO Preview : স্কটিশদের বিরুদ্ধে রান রেট বাড়ানোর লক্ষ্যে মাঠে নামবেন কোহলিরা

সুপার 12-র প্রথম চারটি ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে পাকিস্তান ৷

ABOUT THE AUTHOR

...view details