পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা - TOP NEWS @ 11 AM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ৷

TOP NEWS AT 11 AM
টপ নিউজ় @ সকাল 11 টা

By

Published : Oct 19, 2021, 11:03 AM IST

1.দশম-দ্বাদশের প্রথম টার্মের পরীক্ষার দিন ঘোষণা সিবিএসই বোর্ডের

2021-22 শিক্ষাবর্ষের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য টার্ম-I বোর্ড পরীক্ষার সময়সূচি প্রকাশ করল সিবিএসই বোর্ড (CBSE) ৷

2.শিক্ষাগত যোগ্যতা নিয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ কর্ণাটক কংগ্রেসের

কর্ণাটকে দু'টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে টুইটে বাগযুদ্ধ সরব হল কংগ্রেস এবং বিজেপি ৷ কংগ্রেসের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আক্রমণ করা হয় ৷ তাঁকে অশিক্ষিত বলে সম্মোধন করা হয় ৷ তারও পাল্টা আক্রমণ করে বিজেপিও ৷

3.টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারাল ভারত

দুবাইতে টি-20 বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে 7 উইকেটে হারাল ভারত ৷ 6 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷ ম্যাচের নায়ক ইশান কিষাণ এবং কেএল রাহুল ৷

4.করোনা প্রতিরোধে সবচেয়ে কার্যকরী কোভিশিল্ড-কোভ্যাকসিনের মিশ্রণ

সম্প্রতি এই নিয়ে একটি সমীক্ষা করেছে আইসিএমআর ৷ সেখানেই এই তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে ৷

5.হোয়াইট হাউজের জেন্ডার পলিসি কাউন্সিলে বাঙালি জয়

সোমবার 2021-22 সালের হোয়াইট হাউজ ফেলোশিপ প্রোগ্রামে নির্বাচিতদের তালিকা প্রকাশিত হয়েছে ৷ এতে সুযোগ পেয়েছেন 3 জন ভারতীয়-আমেরিকান নাগরিক ৷ তার মধ্যে অন্যতম প্রবাসী বাঙালি জয় বসু ৷

6.231 দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও

দু'দিন ধরে দেশজুড়ে দৈনিক সংক্রমণের পাশাপাশি কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ উৎসবের পরে দেশে সংক্রমণ কমায় স্বস্তি মিললেও ঢিলেমি না দিয়ে সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা ৷ দু'দিন ধরে দৈনিক সংক্রমণের পাশাপাশি দেশজুড়ে কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ উৎসবের পরে দেশে সংক্রমণ কমায় স্বস্তি মিললেও ঢিলেমি না দিয়ে সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা ৷

7.বাংলাদেশে মণ্ডপ-মন্দিরে হামলা, প্রতিবাদে বর্ধমানে বিজেপির বিক্ষোভ

বাংলাদেশে একের পর এক মণ্ডপ ও মন্দিরে ভাঙচুরের প্রতিবাদে বর্ধমানে প্রতিবাদ মিছিল করল বিজেপি। বর্ধমানের কার্জনগেট চত্বরে বিজেপি নেতা-কর্মীরা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান ৷ নেতৃত্ব দেন বিজেপির রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "অষ্টমীর পর থেকে সুপরিকল্পিতভাবে হিন্দু বাঙালিদের উপরে আক্রমণ হয়েছে ৷ মা দুর্গার মূর্তি ভাঙা হয়েছে ৷ ইসকন মন্দিরে ভাঙচুর লুঠপাঠের ঘটনা ঘটেছে ৷ তার সঙ্গে সঙ্গে হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর-লুঠপাট, মহিলাদের উপরে অত্যাচার, সম্পত্তি নষ্ট করা এবং যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে বর্ধমানে প্রতিবাদ মিছিল করছি । আমরা জেলাশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেপুটেশন দিতে চেয়েছিলাম । কিন্তু পুলিশ আমাদের জেলাশাসকের কাছে যেতে দেয়নি ।"

8.বেহাল পুরুলিয়ার কোটশিলা বাজারের রাস্তা, ক্ষোভ স্থানীয়দের

পুরুলিয়া জেলার কোটশিলা বাজার থেকে থানা যাওয়ার রাস্তার বেহাল দশা ৷ এলাকাবাসীদের অভিযোগ এতটাই খারাপ অবস্থা ওই পথটির যে মাঝে মধ্যেই এই রাস্তায় রোগী নিয়ে হাসপাতাল যেতে গেলে গাড়ি ফেঁসে যায় ৷ কোনওভাবে পরিস্থিতি সামাল দেন গ্রামবাসীরা ৷ খবর পেয়ে ওই রাস্তার ছবি তুলতে গিয়ে দেখা গেল চরম দুর্দশার চিত্র ৷ গাড়ি তো দূর, ওই পথে হেঁটে যেতেই কান্না পাবে ৷ ঝালদা-2 ব্লকের বিডিও অঙ্কিতা উপাধ্যায় বলেন, "এই কাজটির মঞ্জুরি মিলেছে আশা করছি পুজোর পর সমিতি থেকে কাজটি শুরু করবে ৷" পুরুলিয়ার জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো জানিয়েছেন, যত শীঘ্রই সম্ভব রাস্তার কাজ শুরু করা হবে ৷

9.বাংলাদেশের মন্দিরে হামলার প্রতিবাদে মালদায় বিজেপির ধিক্কার মিছিল

বাংলাদেশের মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করল মালদা জেলা বিজেপি ৷ মিছিলে পা মেলান বিজেপির সাংসদ, বিধায়ক-সহ অন্যান্য নেতৃত্ব ৷ ঘটনার প্রতিবাদে বিজেপির জেলা কার্যালয় থেকে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে ৷ মিছিলে পা মিলিয়েছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু, মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল-সহ অন্যান্য নেতা-কর্মীরা ৷ গোবিন্দবাবু বলেন, "সপ্তমীর দিন বাংলাদেশের হিন্দুরা দুর্গাপুজো করছিলেন ৷ সেই সময় ওই এলাকার দুষ্কৃতীরা মন্দিরের উপর আক্রমণ করে ৷ মন্দির ভেঙে ফেলে, প্রতিমা ভেঙে ফেলে ৷ তারা মন্দিরে ঢুকে ভাঙচুর চালায় ৷ শুধু তাই নয়, ইসকন মন্দিরেও হামলা চালানো হয়। "

10.পুজো কাটতেই বাড়ছে করোনা, ছুটি বাতিল কলকাতার স্বাস্থ্যকর্মীদের

পুজো (Durga Puja) কাটতেই রাজ্যে করোনার (Corona Bengal) সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী ৷ টিকাকরণ কর্মসূচিকে আরও জোরদার করতে ছুটি বাতিল হল কলকাতা পৌরনিগমের (KMC) স্বাস্থ্যকর্মীদের (Health Worker's Leave Cancelled) ৷

ABOUT THE AUTHOR

...view details