পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা - top news @ 11 am

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 11 am
টপ নিউজ় @ সকাল 11 টা

By

Published : Feb 11, 2021, 11:00 AM IST

1. মদনমোহনের আশীর্বাদ নিয়ে পরিবর্তন যাত্রার সূচনা করবেন শাহ

আজ কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দেবেন অমিত শাহ । তারপর যাবেন রাসমেলা মাঠে । সেখানে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি ।

2. অমিত-সফরের আগে নাগরিকত্ব-তরজায় সরগরম ঠাকুরনগর

30 জানুয়ারি ঠাকুরনগরে সভা করতে আসার কথা ছিল অমিত শাহের । কিন্তু দিল্লিতে ইজ়রায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে সেই সভা বাতিল হয় । অবশেষে আজ ঠাকুরনগরে সভা করতে আসছেন তিনি । শাহের সভা নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ।

3. কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা, ঠাকুরনগরে সভা; দ্বিতীয় শাহি-সফর আজ

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে অমিত শাহ-র দ্বিতীয় সফর আজ । কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা করার পর ঠাকুরনগরে জনসভা করবেন তিনি ।

4. জনসংযোগে নজর, 25 হাজার টাকায় বাড়িভাড়া বিধায়কের

নির্বাচন উপলক্ষে নিজের কেন্দ্রের মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে সেখানে বাড়ি ভাড়া নিলেন তৃণমূল নেতা ও মন্ত্রী গৌতম দেব । ডাবগ্রাম দুই নম্বর পঞ্চায়েতের মধ্য শান্তিনগরে চারতলার একটি বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলা ভাড়া নিয়েছেন তিনি । নিচে বিধায়কের একটি আলাদা কার্যালয় করা হয়েছে । সব মিলিয়ে ভাড়া 25 হাজার টাকা।

5. ভারতীয় আইন মেনে চলুন, টুইটারকে কড়া বার্তা কেন্দ্রের

কেন্দ্রের তরফে 1 হাজার 178টি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেওয়ার পর টুইটার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল কেন্দ্রের নির্দেশ ভারতীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় । এরপরই গতকাল সন্ধে নাগাদ তথ্যমন্ত্রকের তরফে জানানো হয়, ভারতীয় সংবিধান বাকস্বাধীনতার অধিকারকে খর্ব করে না । তবে বাকস্বাধীনতারও কিছু বিধিনিষেধ রয়েছে ।

6. রাজ্যে ভয়ের পরিবেশ, ফের সরব রাজ্যপাল

'ন্যাশানাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজ়েশন'-এর অনুষ্ঠানে গিয়ে রাজ্যের কড়া সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

7. বাঘ নয়, মমতার অবস্থা বিড়ালের মতো : দিলীপ ঘোষ

গতকাল মালদায় জনসভা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করেছিলেন ৷ সেই প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে "বিড়াল"-এর সঙ্গে তুলনা করে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ।

8. তীব্র ভূমিকম্প, অস্ট্রেলিয়া-নিউজ়িল্য়ান্ডে সুনামির সতর্কতা

অস্ট্রেলিয়ান বিউরো অফ মেট্রোলজির তরফে একটি টুইট করে সুনামির সতর্কতা জারি করা হয়েছে ৷

9. ভারত প্রত্যাঘাত করবে, ইংল্যান্ডকে সতর্ক করলেন প্রাক্তন অধিনায়ক

ভারত প্রত্যাঘাত করতে পারে এটা ভেবেই ইংল্যান্ডের এগোনো উচিত ৷ ওরা অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে 36 রানে অলআউট হয়ে গিয়েছিল ৷ সেখান থেকে কামব্যাক করে সিরিজ় জিতেছে ৷ ইংল্যান্ডকে সতর্ক করে বললেন নাসের হুসেন ।

10. কেউ চাইলে তবে আইন হবে! কৃষক-শ্রমিকদের ভালোর জন্য প্রশ্ন তুললেন মোদি

কৃষকদের জন্য লোকসভায় দাঁড়িয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর কথায়, ভবিষ্যতের লক্ষ্যে কৃষকদের ভালো করার জন্য এখন থেকেই উদ্যোগ নিতে হবে৷ তাই তিনি বুধবার নয়া কৃষি আইনের ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করেন সংসদে দাঁড়িয়ে৷

ABOUT THE AUTHOR

...view details