1. মদনমোহনের আশীর্বাদ নিয়ে পরিবর্তন যাত্রার সূচনা করবেন শাহ
আজ কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দেবেন অমিত শাহ । তারপর যাবেন রাসমেলা মাঠে । সেখানে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি ।
2. অমিত-সফরের আগে নাগরিকত্ব-তরজায় সরগরম ঠাকুরনগর
30 জানুয়ারি ঠাকুরনগরে সভা করতে আসার কথা ছিল অমিত শাহের । কিন্তু দিল্লিতে ইজ়রায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে সেই সভা বাতিল হয় । অবশেষে আজ ঠাকুরনগরে সভা করতে আসছেন তিনি । শাহের সভা নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ।
3. কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা, ঠাকুরনগরে সভা; দ্বিতীয় শাহি-সফর আজ
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে অমিত শাহ-র দ্বিতীয় সফর আজ । কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা করার পর ঠাকুরনগরে জনসভা করবেন তিনি ।
4. জনসংযোগে নজর, 25 হাজার টাকায় বাড়িভাড়া বিধায়কের
নির্বাচন উপলক্ষে নিজের কেন্দ্রের মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে সেখানে বাড়ি ভাড়া নিলেন তৃণমূল নেতা ও মন্ত্রী গৌতম দেব । ডাবগ্রাম দুই নম্বর পঞ্চায়েতের মধ্য শান্তিনগরে চারতলার একটি বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলা ভাড়া নিয়েছেন তিনি । নিচে বিধায়কের একটি আলাদা কার্যালয় করা হয়েছে । সব মিলিয়ে ভাড়া 25 হাজার টাকা।
5. ভারতীয় আইন মেনে চলুন, টুইটারকে কড়া বার্তা কেন্দ্রের
কেন্দ্রের তরফে 1 হাজার 178টি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেওয়ার পর টুইটার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল কেন্দ্রের নির্দেশ ভারতীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় । এরপরই গতকাল সন্ধে নাগাদ তথ্যমন্ত্রকের তরফে জানানো হয়, ভারতীয় সংবিধান বাকস্বাধীনতার অধিকারকে খর্ব করে না । তবে বাকস্বাধীনতারও কিছু বিধিনিষেধ রয়েছে ।