পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1টা - টপ নিউজ় @ দুপুর 1টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ দুপুর 1টা
টপ নিউজ় @ দুপুর 1টা

By

Published : Sep 7, 2021, 1:08 PM IST

1.Madhya Pradesh Drought : শুকোচ্ছে ধান, বৃষ্টি আনতে শিশুকন্যাদের নগ্ন করে ঘোরানো হল গ্রামে

বৃষ্টির অভাবে শুকোচ্ছে ধান ৷ তাই স্থানীয় খের মাতার মন্দিরে পুজো করেন গ্রামের মহিলারা ৷ সেই পুজোর অঙ্গ হিসাবেই শিশুকন্যাদের নগ্ন করে গ্রামে ঘোরানো হল ৷ তাঁদের বিশ্বাস এতে সন্তুষ্ট হয়ে ইন্দ্রদেব বৃষ্টি দেবেন ৷ ঘটনার কথা সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

2. Nipah virus : কোঝিকোড়ে মৃত বালকের সংস্পর্শে আসা সকলের রিপোর্ট নেগেটিভ

কেরালায় নিপা ভাইরাসের সংক্রমণে মৃত 12 বছরের বালকের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা 8 জনের রক্ত পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ গত রবিবার কোঝিকোড়ে ওই বালকের মৃত্যু হয় ৷ তার পরই ওই বালকের মা-বাবা এবং তাঁর চিকিৎসা করা 6 স্বাস্থ্যকর্মীর রক্তের নমুনা পরীক্ষা করা হয় ৷

3. Corona Update India : আরও কমল দৈনিক সংক্রমণ, সক্রিয় রোগী চার লাখের নিচে

নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 31 হাজার 222 জন ৷ কিছুটা হলেও স্বস্তি দিয়ে করোনা সংক্রমণ আজ নিম্নমুখী ৷

4. Akshay Kumar: আইসিইউ-তে মা, ব্রিটেনে শ্যুটিং ফেলে মুম্বই ফিরলেন অক্ষয়

মুম্বইয়ের হাসপাতালে আইসিইউ-তে ভর্তি অক্ষয় কুমারের (Akshay Kumar) মা অরুণা ভাটিয়া (Aruna Bhatia) ৷ সেই খবর পেয়ে ব্রিটিনে সিন্ডেরেলার (Cinderella) শ্যুটিং ফেলে মুম্বই পৌঁছেছেন বেল বটমের (Bell Bottom) অভিনেতা ৷

5. Mohan Bhagwat : এদেশে হিন্দু-মুসলমানের পূর্বপুরুষ একই, ব্রিটিশরা এসে ভুল বুঝিয়েছে; দাবি ভাগবতের

আরএসএস প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) দাবি, ভারতে হিন্দু এবং মুসলমানদের পূর্বপুরুষ একই ৷ ব্রিটিশরা এদেশে এসে তাদের ভুল বোঝায় এবং ধর্মের লড়াইয়ে লিপ্ত করে ৷ দেশের প্রতিটি মানুষকে তিনি 'হিন্দু' বলেও দাবি করেন ৷

6. Behala Murder : বেহালায় মা-ছেলের গলা কাটা দেহ উদ্ধার

বেহালার পর্ণশ্রীতে মা-ছেলের গলা কাটা দেহ উদ্ধার হল ৷ সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রী-ছেলের দেহ দেখতে পান ব্যাঙ্ককর্মী ৷ তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

7. Pele Returns Home : টিউমারের সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন ফুটবল সম্রাট পেলে

কোলনে টিউমার ধরা পড়েছিল ফুটবল লেজেন্ড পেলের ৷ অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি ৷ সোমবার এই খবর জানিয়েছে ব্রাজিলের সাও-পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ ৷

8. Ind vs Eng : লিডসের মধুর প্রতিশোধ ওভালে, রুটদের হারিয়ে সিরিজ়ে 2-1 ব্যবধানে এগোল ভারত

ওভালে চতুর্থ টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজ়ে 2-1 ব্যবধানে এগিয়ে গেল ভারত ৷ বাকি রয়েছে আর একটি টেস্ট ৷ ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের মাঠে সেটাই হবে শেষ তথা সিরিজ়ের নির্ণায়ক টেস্ট ৷

9. Debanjan Deb : প্রেসিডেন্সি সংশোধনাগারে দেবাঞ্জনকে জেরা করবে ইডি

কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করে ধরা পড়েছিলেন দেবাঞ্জন দেব ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা ৷ কিন্তু কলকাতা পুলিশ তাঁকে বিভিন্ন মামলায় আটকে রাখায় তা সম্ভব হচ্ছিল না ৷ তাই আদালতের দ্বারস্থ হয় ইডি ৷

10. Gaighata Honeytrap : বিজেপি নেতার 'ভাড়াবাড়ি'তে মধুচক্র থেকে ধৃত 3, ফাঁসানোর অভিযোগ

গাইঘাটায় বিজেপি নেতার ভাড়াবাড়ি থেকে গ্রেফতার করা হয় এক মহিলা-সহ তিনজনকে ৷ অভিযোগ, বিজেপি নেতার ভাড়াবাড়িতে মধুচক্রের আসর বসে ৷ তবে অভিযোগ অস্বীকার করে ওই বিজেপি নেতা জানান, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details