পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Top News : টপ নিউজ় @ দুপুর 1 টা - দুপুর 1 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ।

টপ নিউজ় দুপুর 1 টা
টপ নিউজ় দুপুর 1 টা

By

Published : Mar 3, 2022, 1:12 PM IST

1. MEA Denies Russia Claim Over Hostage : ইউক্রেনে পণবন্দি নয় ভারতীয় পড়ুয়ারা, রাশিয়ার দাবি নাকচ বিদেশমন্ত্রকের

রাশিয়া ভারতীয় ছাত্রদের ইউক্রেনে আটকে থাকা নিয়ে ইউক্রেন সেনাকে দায়ী করেছিল ৷ তারা নাকি ভারতীয়দের সেই দেশ ছাড়তে দিচ্ছে না (MEA denies Russia claim Over Hostage) ৷

2.Modi Putin Talk over Safe Evacuation : ইউক্রেন সেনার হাতে পণবন্দি ভারতীয় পড়ুয়ারা ! মোদি-পুতিন কথোপকথনের পর চাঞ্চল্যকর দাবি রাশিয়ার

দিনে দিনে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে ৷ ইউক্রেনে একের পর এক জায়গা দখলে মরিয়া রাশিয়া ৷ এদিকে সেখানে বিপন্ন ভারতীয়রা (Modi Putin Talk over Safe Passage) ৷

3.Nexflix on Russia Invasion : ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রভাব বিনোদন জগতে, রাশিয়ান কন্টেন্ট বয়কট করল নেটফ্লিক্স

ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদের এবার সরব হল নেটফ্লিক্স ৷ আগামি দিনে আর কোনও রাশিয়ান কন্টেন্ট স্ট্রিমিং করবে না তারা (Nexflix Pauses their Russian projects) ৷

4.Firhad Hakim on BJP MLA : পৌরভোটে হেরে যাওয়া বিজেপি বিধায়কদের পদত্যাগ করা উচিত, কটাক্ষ মন্ত্রী ফিরহাদের

108টি পৌরসভা ভোটের ফল ঘোষণার পর দেখা গিয়েছে, কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বিজেপি ৷ এবারের পৌর নির্বাচনে বিজেপির 6 বিধায়ক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । ফল ঘোষণার পর দেখা গিয়েছে, তাঁদের মধ্যে 4 জনই হেরে গিয়েছেন ৷ সেইসব বিধায়কদের পদত্যাগ করার উচিত বলেই মনে করছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim says defeated BJP MLA must resign) ৷ তাঁর বক্তব্য, বিধায়করা হেরে গেলে তাঁদের মানুষের থেকে আবার জনাদেশ নেওয়া উচিত ৷ নিজের এলাকায় কাউন্সিলর পদে হেরে গেলাম আর বিধায়ক হিসেবে থেকে গেলাম, সেটা আইনত কোনও সমস্যা নয় ৷ তবে নীতিগতভাবে দেখতে হবে এটা ঠিক কি না ৷ আমি হলে পদত্যাগ করতাম ৷"

5.Visva-Bharati Protest : তিন দিন ধরে বিশ্বভারতীতে চলছে ছাত্র আন্দোলন, ঠায় দফতরে কর্মসচিব

ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে অনড় পড়ুয়ারা ৷ তিন দিন ধরে বিশ্বভারতীতে লাগাতার চলছে আন্দোলন ৷ ঘেরাও করে রাখা হয়েছে কর্মসচিব আশিস আগরওয়াল-সহ বিশ্ববিদ্যালয়ের আরও দুই আধিকারিককে ৷

6.West Bengal Weather Update : উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ

দিনের বেলায় রোদের আঁচ গায়ে লাগছে ৷ আবার রাতের দিকে হাল্কা ঠান্ডা (West Bengal Weather Update) ৷ সিজন চেঞ্জের এই সময়টাতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷

7.Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ নামল 6 হাজারে, কমেছে মৃত্যুও

দেশে করোনা সংক্রমণ এখন নিম্নমুখী ৷ গতকাল প্রকাশিত রিপোর্টে করোনার দৈনিক সংক্রমণ ছিল 7 হাজার ৷ আজকের রিপোর্ট অনুযায়ী তা প্রায় 1 হাজার কমল (Corona Update in India) ৷

8.Mamata In Varanasi : 'গো-ব্যাক' স্লোগান উপেক্ষা করে দশাশ্বমেধ ঘাটের সিঁড়িতে বসেই আরতি দেখলেন মমতা

নিয়মের বেড়াজাল তোয়াক্কা না-করেই ঘাটের সিঁড়িতে আরতি দেখতে বসে পড়েন তিনি (Mamata Banerjee attends Ganga Aarti at Dashashwamedh Ghat in varanasi) ৷ আগামিকাল বারাণসীতে অখিলেশ যাদবের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

9. Quad Virtual Meet : ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, আজ কোয়াড গোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী

রাশিয়ার ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে ৷ এর মাঝে আজ ভার্চুয়াল বৈঠকে বসছেন চার দেশের রাষ্ট্রনেতা (Quad Virtual Meet) ৷

10.Asansol Municipal Corporation : সবসময় খোলা থাকবে অফিসের দরজা, আসানসোলের মেয়রের অভিনব সিদ্ধান্ত

ব্যতিক্রমী পদক্ষেপ করলেন আসানসোলের নবনির্বাচিত মেয়র বিধান উপাধ্যায় ৷ সাধারণ মানুষের জন্য তাঁর দরজা খুলে দিলেন (Asansol Municipal Corporation) ৷

ABOUT THE AUTHOR

...view details