দিল্লি, 20 জানুয়ারি : এক থেকে দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত রাখতে রাজি কেন্দ্রীয় সরকার । এই বিষয়ে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টেও জানাবে তারা । আর এই প্রস্তাব বিবেচনা করে 22 তারিখ তাদের সিদ্ধান্ত জানাবে কৃষক সংগঠনগুলি ।
আজ দিল্লির বিজ্ঞান ভবনে কৃষি আইন নিয়ে দশম পর্যায়ের বৈঠকে বসেছিল আন্দোলনকারী কৃষক সংগঠন ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা ৷ সেই বৈঠকেই কেন্দ্রীয় কৃষি মন্ত্রী এই প্রস্তাব দেন । পাশাপাশি কৃষি আইন নিয়ে আলোচনা করতে একটি কমিটি গঠনের প্রস্তাবও দেওয়া হয় ৷
কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, কৃষক সংগঠন এবং কেন্দ্র সরকারের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে একটি কমিটি গঠন করা হোক ৷ যে কমিটি কৃষি আইনের প্রতিটি ধারা নিয়ে কৃষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে ৷ সেই মতো কৃষকরা তাঁদের আপত্তির কথা কমিটির সরকার পক্ষের সদস্য়দের সামনে তুলে ধরবে ৷ সরকার সেই মত সংশোধন আনবে নয়া কৃষি আইনে ৷