কলকাতা, 13 মে: শনিবার প্রকাশিত হল কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফল ৷ বিজেপিকে হারিয়ে দক্ষিণ ভারতের ওই রাজ্যে সরকার গড়ার পথে কংগ্রেস ৷ এই নিয়ে টুইট করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ তবে তিনি কংগ্রেসের জয়ের অভিনন্দন জানাতে টুইট করেননি ৷ বরং বিজেপির হারের আনন্দ এই টুইটের মাধ্যমে প্রকাশ করেছেন ৷
কৃষ্ণনগরের সাংসদ টুইটারে দু’টি বাক্য লিখেছেন ৷ প্রথমটি হল, ‘‘ধন্যবাদ কর্ণাটক ৷’’ বোঝাই যাচ্ছে যে তিনি কর্ণাটকের মানুষকে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছেন ৷ তাঁর টুইটের দ্বিতীয় তথা শেষ বাক্যটি হল, ‘‘বজরংবলির বদলে এলপিজি-কে বেছে নেওয়ায় ৷’’ অর্থাৎ বজরংবলির বদলে এলপিজি-র জন্য ভোট দেওয়ায় কর্ণাটকের ভোটারদের ধন্যবাদ দিয়েছেন মহুয়া মৈত্র ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে কংগ্রেসের তরফে কট্টরপন্থী সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করার প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ কোন কোন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে চায় কংগ্রেস, সেই তালিকাও দেওয়া হয় ৷ সেই তালিকায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া যেমন রয়েছে, তেমনই রয়েছে বজরং দলও ৷ এই নিয়েই বিতর্ক তৈরি হয় ৷