কলকাতা, 15 মার্চ: দিন দুই আগেই অস্কার এসেছে ভারতের ঝুলিতে (Oscar Awards) ৷ তাই এই নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বাস্তবের দুনিয়া, সর্বত্রই আলোচনা চলছে ৷ সেই আবহেই অস্কারকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) ৷ কটাক্ষের বিষয় সেই আদানি ইস্য়ু (Adani Controversy) ৷
বুধবার সকাল 8টা 50 মিনিটে একটি টুইট করেন কৃষ্ণনগরের সাংসদ ৷ ওই টুইটে তিনি লেখেন, অস্কারে ভারতের পরবর্তী অংশগ্রহণ হবে আদানিদের ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ (পারলে আমাকে ধরে দেখাও) ৷ এমন কোনও সিনেমা তৈরি হলে তার প্রযোজক ও পরিচালক কে হবেন, সেটাও ওই টুইটে উল্লেখ করেছেন তিনি ৷ প্রযোজক ও পরিচালক হিসেবে তিনি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ৷
ওই টুইটেই তিনি উল্লেখ করেছেন যে এক্ষেত্রে বিশেষ ধন্যবাদের প্রাপক হবেন কারা ৷ সেই তালিকায় মহুয়া দিয়েছেন, সেবি (SEBI), ভিজিল্যান্স কমিশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ও আয়কর দফতরের (Income Tax Department) নাম ৷ এই নামগুলি উল্লেখ করার সময় সংশ্লিষ্ট সংস্থাগুলির টুইটার হ্যান্ডেলকে মেশন করেছেন মহুয়া ৷ তবে তিনি প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করলেও, মোদির টুইটার হ্যান্ডেলকে মেনশন করেননি ৷