নয়াদিল্লি, 2 জুন: অসুস্থ অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূল সাংসদ দোলা সেন এবং অসিত মাল ৷ অনুব্রত মণ্ডল তিহাড় জেলে রয়েছেন ৷ সেখানেই রয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও । তৃণমূল নেতার সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি চাওয়া হয়েছিল জেল কর্তৃপক্ষের থেকে ৷ শুক্রবার সকাল 11 টা থেকে 12টা পর্যন্ত তাঁদের সাক্ষাতের সময় দেওয়া হয় ৷
নির্ধারিত সময়ে দিল্লির তিহাড়ে গেলেন দুই তৃণমূল সাংসদ ৷ অসুস্থ অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেন ৷ জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন তাঁরা ৷ এরপর 12.45 মিনিট নাগাদ তাঁরা তিহাড় ছেড়ে বেরিয়ে যান ৷ এই সাক্ষাৎ প্রসঙ্গে লোকসভার সাংসদ দোলা সেন ইটিভি ভারতের প্রতিনিধিকে ফোনে বলেন, "দল দেখা করতে পাঠিয়েছে, এটাই সবচেয়ে বড় বার্তা ।"
বীরভূমের দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত অনুব্রত মণ্ডল 'কেষ্ট' ৷ 2022 সালের অগস্টে গরুপাচার মামলায় জড়িত থাকার অভিযোগে বোলপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ তাঁর বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তিনি দীর্ঘদিন আসানসোলে সিবিআই সংশোধনাগারে বন্দি ছিলেন ৷
আরও পড়ুন: অনুব্রত আর তৃণমূলে থাকবে না বিজেপিতে যাবে, দাবি অধীরের