কলকাতা, 22 জানুয়ারি : দেশজুড়ে মোদি বিরোধী লড়াইয়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফের এই দাবি করল তৃণমূল কংগ্রেস ৷ শনিবার বাংলার শাসকদলের মুখপত্র জাগোবাংলার (TMC Mouthpiece Jagobangla) একটি প্রতিবেদনে ওই দাবি করা হয়েছে ৷
এদিন মুখপত্রের প্রথম পাতায় ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ৷ সেখানে এটাও স্পষ্ট করা হয়েছে, এই দাবি তৃণমূল নিজে থেকে করছে না ৷ বরং দেশের মানুষই চাইছে ৷ ওই প্রতিবেদনে লেখা হয়েছে, ‘‘দেশ জুড়ে মোদি বিরোধী লড়াইয়ে মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোনও রাজনৈতিক দলের দাবি নয় ৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ সমীক্ষা বলছে, মোদির বিরুদ্ধে সবচেয়ে বিশ্বাসযোগ্য, ভরসার এবং প্রত্যাশিত রাজনৈতিক মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছর বিধানসভা নির্বাচনে বাংলায় জয়ের হ্যাটট্রিক করার পর থেকেই তৃণমূল কংগ্রেস তাদের দলের নেত্রী মমতাকে জাতীয় নেত্রী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে (tmc claim that mamata banerjee is main anti modi face) ৷ তৃণমূল কংগ্রেসের সংগঠনও বিভিন্ন রাজ্যে বিস্তার করতে শুরু করেছে ৷ জাতীয় স্তরে কংগ্রেস ছেড়ে অনেকে তৃণমূলে যোগও দিয়েছেন ৷