পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রোহতকের কলেজে ঢুকে এলোপাথাড়ি গুলি, নিহত 3 - রোহতকের কলেজে ঢুকে এলোপাথারি গুলি, নিহত 3

কলেজে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল হরিয়ানারা রোহতকে৷ ঘটনায় ইতিমধ্যে তিন জনের মৃত্যু হয়েছে৷ আরও চারজন গুলিতে গুরুতর জখম হয়েছেন বলে খবর৷

রোহতকের কলেজে ঢুকে এলোপাথারি গুলি, নিহত 3
রোহতকের কলেজে ঢুকে এলোপাথারি গুলি, নিহত 3

By

Published : Feb 12, 2021, 10:37 PM IST

Updated : Feb 12, 2021, 10:53 PM IST

রোহতক, 12 ফেব্রুয়ারি : কলেজে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল হরিয়ানারা রোহতকে৷ ঘটনায় ইতিমধ্যে তিন জনের মৃত্যু হয়েছে৷ আরও চারজন গুলিতে গুরুতর জখম হয়েছেন বলে খবর৷

পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে৷ তবে এই নিয়ে এখনই তারা কিছু বলতে নারাজ৷ তবে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে এই ঘটনার কারণ পুরনো বিবাদ৷ তবে কী নিয়ে বিবাদ আপাতত সেটাই জানার চেষ্টা করছে পুলিশ৷

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রোহতকের জাঠ কলেজের জিমন্যাস্টিক হলে৷ আচমকাই সেখানে গুলি চলতে শুরু করে৷ সেই ঘটনায় ওই জিমন্যাস্টিক হলে মধ্যেই গুলিবিদ্ধ হয়ে পূজা, সাক্ষী ও প্রদীপ মালিকের মৃত্যু হয়৷ আর গুলিতে আহত হন মনোজ, সতীশ, অমরজিত ও সরতাজ৷ সরতাজ শিশু বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন :তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ, মৃত 15

তবে আহত ও নিহতরা কলেজের সঙ্গে জড়িত কি না, তা এখনও জানা যায়নি৷ যে গুলি চালালো সেও মারা গিয়েছে, নাকি পালিয়ে গিয়েছে সেটাও স্পষ্ট নয়৷ পুলিশ আপাতত সব দিক খতিয়ে দেখছে৷

Last Updated : Feb 12, 2021, 10:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details