কুশিনগর, 4 নভেম্বর : উত্তরপ্রদেশের কুশিনগরে বাজির গোডাউনে বিস্ফোরণ । ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে । গোডাউনে অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা ।
উত্তরপ্রদেশের কুশিনগরে বাজির গোডাউনে বিস্ফোরণ, মৃত 3 - explosion at firecracker godown in kushinagar
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনিভাবে ওই গোডাউন চলছিল । প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা ।
কুশিনগরে জনবহুল এলাকায় বাজির গুদামে বিস্ফোরণ
কুশিনগরের পুলিশ জানিয়েছে, কপতগঞ্জ এলাকার 11 নম্বর ওয়ার্ডে ওই বেআইনি গোডাউনটি ছিল । এলাকাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় বিস্ফোরণের জেরে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ।
পুলিশ ঘটনাস্থানে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে ।