পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pulwama Grenade Attack : পুলওয়ামায় গ্রেনেড হামলা, আহত 3 নাগরিক - grenade attack

এক পুলিশ আধিকারিকের তরফে জানানো হয়েছে, পুলওয়ামার রাজপোরার শহিদ পার্ক এলাকায় অজ্ঞাতপরিচয় জঙ্গিরা পুলিশের গাড়ির দিকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় ৷ কিন্তু, লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় বিস্ফোরণ হয় ৷

Pulwama Grenade Attack
পুলওয়ামায় গ্রেনেড হামলা

By

Published : Sep 14, 2021, 2:48 PM IST

Updated : Sep 14, 2021, 3:12 PM IST

শ্রীনগর, 14 সেপ্টেম্বর : দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় গ্রেনেড হামলা ৷ ঘটনায় তিনজন নাগরিক আহত হয়েছেন ৷ পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলার ছক কষেছিল জঙ্গিরা ৷ কিন্তু, তাঁদের লক্ষ্যভ্রষ্ট হয় ৷

এক পুলিশ আধিকারিকের তরফে জানানো হয়েছে, পুলওয়ামার রাজপোরার শহিদ পার্ক এলাকায় অজ্ঞাতপরিচয় জঙ্গিরা পুলিশের গাড়ির দিকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় ৷ কিন্তু, লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় বিস্ফোরণ হয় ৷ সেইসময়, রাস্তায় থাকা তিনজন নাগরিক আহত হন ৷ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এই মুহূর্তে পুলিশ এলাকা ঘিরে রেখেছে ও হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ৷

জম্মু ও কাশ্মীরে প্রায়ই সেনার উপর গ্রেনেড হামলার ঘটনা ঘটে ৷ ফলে সবসময় নিরাপত্তা আঁটোসাটো থাকে ৷ তারপরেও আজ হামলা চালায় জঙ্গিরা ৷ তবে তাদের লক্ষ্যভ্রষ্ট হয় ৷ আহত হল তিন নাগরিক ৷

Last Updated : Sep 14, 2021, 3:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details