জম্মু, 21 ডিসেম্বর: পুলওয়ামার মতো জঙ্গি হামলা হল জম্মু ও কাশ্মীরে ৷ বৃহস্পতিবার সেনাবাহিনীর দু’টি গাড়ির উপর হামলা হয় ৷ তবে এক্ষেত্রে অন্য কোনও গাড়ি এসে ধাক্কা মারেনি ৷ বরং সেনার দু’টি গাড়ির উপর এলোপাথারি গুলিবর্ষণ করে জঙ্গিরা ৷ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ঘটনাটি ঘটেছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলায় চার সেনা জওয়ান শহিদ হয়েছেন ৷ আহত হয়েছেন আরও তিনজন ৷
সীমান্ত সংলগ্ন পুঞ্চ জেলার থানামান্ডি এলাকায় একটি ট্রাক ও একটি জিপসিতে সেনা জওয়ানরা যাচ্ছিলেন ৷ দুপুর 3টে 45 মিনিট নাগাদ রাজৌরি-থানামান্ডি-সুরানকোট রাস্তায় সাবনি এলাকায় ধাতার মোড়ে যখন গাড়ি দু’টি পৌঁছয়, সেই সময় অতর্কিতে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে ৷
সেনার তরফে জানানো হয়েছে, কাছেই বুফলিয়াজ ও ঢেরা কি গলি এলাকায় জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ৷ সেখানেই অতিরিক্ত বাহিনী হিসেবে দু’টি গাড়িতে জওয়ানরা যাচ্ছিলেন ৷ সেই সময়ই হামলা হয়৷ অন্যদিকে বুফলিয়াজ এলাকায় সেনা অভিযান ও এনকাউন্টার চলছে বলে বৃহস্পতিবার বিকেলে খবর পাওয়া গিয়েছিল ৷