পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Anupam Shyam: প্রয়াত অভিনেতা অনুপম শ্যাম - মুম্বই

প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অনুপম শ্যাম ৷ আজ সকালে তাঁর মৃত্যুর খবর জানানো হয় হাসপাতালের তরফে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 63 বছর ৷

Anupam Shyam
প্রয়াত অভিনেতা অনুপম শ্যাম, শোকের ছায়া চলচ্চিত্র মহলে

By

Published : Aug 9, 2021, 7:07 AM IST

Updated : Aug 9, 2021, 11:00 AM IST

মুম্বই, 9 অগস্ট: প্রয়াত হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অনুপম শ্যাম ৷ আজ সকালে তাঁর মৃত্যুর খবর জানানো হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 63 বছর ৷ বেশ কয়েকদিন ধরেই তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ৷ তাঁর হাই ব্লাড সুগার ছিল ৷ গত 4 দিন ধরে তিনি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷

হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁর মাল্টি অর্গ্যান ফেলিওরের জন্যই মৃত্যু হয় ৷ অনুপম শ্যামের মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে ৷ শোকপ্রকাশ করেছেন অভিনেতা-অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালকরা ৷ শোকস্তব্ধ অভিনেতা যশপাল শর্মা ৷ তিনি বলেন, "আমি খবর পাওয়া মাত্র, হাসপাতালে ছুটে যাই ৷ যখন হাসপাতালে পৌঁছাই, তখনও তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছিলেন ৷ পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ "

আরও পড়ুন: শিল্পার কথা বলে চুক্তি করে পরে নগ্ন ফিল্ম করতে বলেন রাজ : শার্লিন

অনুপম শ্যাম বেশ কয়েকটি টেলিভিশন সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করেছেন ৷ তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড ৷ আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

Last Updated : Aug 9, 2021, 11:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details