নয়াদিল্লি, 6 জানুয়ারি :ভ্যাকসিন নেওয়ার পর প্যারাসিটামল বা পেনকিলার জাতীয় ওষুধের প্রয়োজন নেই ৷ সাধারণত, 18 বছরের ঊর্ধ্বে যাঁরা কোভিড-19 টিকা নিয়েছেন বা নিচ্ছেন, তাঁদের জ্বর আসা, গা ব্যথা এরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় ৷ তখন চিকিৎসকেরা এই ধরনের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ৷ কিন্তু 15-18 বছর বয়সিদের ক্ষেত্রে কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার পর এরকম ওষুধের প্রয়োজন নেই ৷ বুধবার জানিয়েছে ভারত বায়োটেক (Teens need no paracetamol or painkiller after vaccinated with Covaxin) ৷
দেশে 15-18 বছর বয়সিদের কোভিড-19 টিকাকরণ শুরু হয়েছে 3 জানুয়ারি ৷ তাদের ভারত বায়েটক সংস্থার কোভ্যাক্সিন (Covaxin) দেওয়া হচ্ছে ৷ এই প্রসঙ্গে ভারত বায়োটেক (Bharat Biotech) একটি টুইট করে জানায়, "কিশোর-কিশোরীরা কোভ্যাক্সিন নেওয়ার পর তাদের 3টি করে প্যারাসিটামল 500 মিলিগ্রাম ট্যাবলেট খেতে বলা হচ্ছে ৷ কয়েকটি টিকাকরণ কেন্দ্র এই পরামর্শ দিচ্ছে ৷ আমরা এই প্রতিক্রিয়া জানতে পেরেছি ৷ কোভ্যাক্সিন নেওয়ার পর প্যারাসিটামল বা পেনকিলার জাতীয় ওষুধ খাওয়ার দরকার নেই ৷"