বেঙ্গালুরু, 14 নভেম্বর:বেঙ্গালুরুর টাটা কলসালটেন্সি সার্ভিসে বোমাতঙ্ক ৷ অফিসে বোমা রাখার ভুয়ো হুমকি দিলেন এক প্রাক্তন মহিলা কর্মচারী ৷ জানা গিয়েছে, পুনরায় কোম্পানিতে যোগদানে ইচ্ছুক ছিলেন অভিযুক্ত ৷ কিন্তু তাঁকে ফের কাজে নিতে চায়নি সংশ্লিষ্ট কোম্পানি ৷ তাই মঙ্গলবার অফিসে বোমা রাখার ভুয়ো হুমকি ফোন করেন তিনি ৷ তবে বোমার খবরে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে উদ্যাননগরীর টিসিএস অফিসে ৷
সূত্রের খবর, এদিন সকালে টিসিএস কোম্পানির বি ব্লকে বোমা রাখার হুমকি ফোন আসে। সেই ফোন পেয়ে প্রতিষ্ঠানের কর্মীরা ভবন থেকে ছুটে বাইরে বেরিয়ে আসেন। স্বভাবতই কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ খবর দেওয়া হয় পরপ্পানা অগ্রহারা থানায় । খবর পেয়ে পুলিশ বম্ব স্কোয়াড নিয়ে এসে অফিসে তল্লাশি চালায় । ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াডের তল্লাশির পর বোঝা যায়, এটি পুরোটা হুমকি ফোন ছিল। পরে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে নিশ্চিত করে, ওই সংস্থার প্রাক্তন কর্মী বোমার হুমকি ফোন করেছিলেন। বলা হয়, হুবলির বাসিন্দা অভিযুক্ত প্রাক্তন মহিলা কর্মচারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ থেকে এই কাজটি করেছেন।