মুম্বই, 23 সেপ্টেম্বর: টাটা স্টিল (Tata Steel) তাঁর সহযোগী 6 সংস্থাকে মূল সংস্থার সঙ্গে একছাতার তলায় নিয়ে আসছে ৷ সংস্থার তরফে শুক্রবার এমনটাই ঘোষণা করা হয়েছে ৷ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রস্তাব টাটা স্টিলের বোর্ড অফ ডিরেক্টরসে (Tata Steel Board of Directors) অনুমোদন পেয়েছে ৷ টাটা স্টিলের তরফে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ‘‘টাটা স্টিলের বোর্ড অফ ডিরেক্টরস 6টি সহযোগী সংস্থাকে (Six Subsidiary Companies of Tata Steel) একত্রিত করার পরিকল্পনা সংক্রান্ত প্রস্তাব বিবেচনা করে অনুমোদন দিয়েছে ৷’’
এই সহযোগী সংস্থাগুলি মধ্যে একটি হল, টাটা স্টিল লং প্রোডাক্টস লিমিটেড ৷ যেখানে টাটা স্টিলের 74.91 শতাংশ ইক্যুয়িটি রয়েছে ৷ দ্য টিনপ্লেট কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড ৷ যেখানে টাটার শেয়ার রয়েছে 74.96 শতাংশ ৷ টাটা মেটালিকস লিমিটেড ৷ টাটা স্টিলের শেয়ার 60.03 শতাংশ ৷ দ্য ইন্ডিয়ান স্টিল অ্যান্ড ওয়্যার প্রোডাক্টস লিমিটেড ৷ সেখানে টাটার শেয়ার 95.01 শতাংশ ৷ আর টাটা স্টিল মাইনিং লিমিটেড এবং এস অ্যান্ড টি মাইনিং কোম্পানির পুরো মালিকানাই মূল সংস্থার ৷ ফলে এই 5টি সংস্থাকে আলাদাভাবে না চালিয়ে, টাটা স্টিলের সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷