নয়াদিল্লি, 6 অগস্ট : ফিউচার রিটেল এবং রিলায়েন্স রিটেল সংযুক্তিকরণ মামলায় আবারও হোঁচট ৷ অ্যামাজ়নের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট । 24 হাজার 731 কোটি টাকার বিনিময়ে ফিউচার গ্রুপের ফিউচার রিটেল লিমিটেড (FRL) রিলায়েন্স রিটেলের সঙ্গে যুক্ত হওয়ার চুক্তি করে । কিন্তু সিঙ্গাপুর ট্রাইবুনাল সেই সংযুক্তিকরণের উপর স্থগিতাদেশ দিয়েছিল । এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল এই সংযুক্তিকরণ । জানিয়ে দেওয়া হল এই সংযুক্তিকরণ চুক্তি কার্যকর করা যাবে না ।
2020 সালের অগস্টে ফিউচার রিটেল লিমিটেড ও রিলায়েন্স লিমিটেডের সংযুক্তিকরণ সংক্রান্ত চুক্তি হয় । কিন্তু তখন থেকেই এই চুক্তির বিরুদ্ধে বেঁকে বসেছিল অ্যামাজ়ন । ফিউচার গ্রুপের রিটেল ব্যবসার সঙ্গে অংশীদারিত্ব রয়েছে অ্যামাজ়নেরও । এখন অ্যামাজ়নের দাবি, যদি এই সংযুক্তিকরণ চুক্তি হয়, তাহলে ফিউচারের সঙ্গে অ্যামাজ়নের অংশীদারিত্বের যে চুক্তি রয়েছে, তার শর্তভঙ্গ হবে । ফিউচার গ্রুপ থেকে অবশ্য বার বার এই ধরনের অভিযোগ উড়িয়ে দেওয়া হয় ।