পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Unmarried Woman Abortion: 'মা হতে রাজি নই', অন্তঃসত্ত্বা কুমারীর গর্ভপাতে সম্মতি সুপ্রিম কোর্টের - Abortion

দু'জনের মধ্যে প্রেমের সম্পর্কে গর্ভবতী হয়ে পড়েছেন 25 বছরের তরুণী ৷ কিন্তু তাঁর পার্টনার বিয়ে করতে রাজি নন ৷ তাই গর্ভপাতের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুমারী ৷ কী বলল দেশের সর্বোচ্চ আদালত (Unmarried Woman Abortion) ?

D Y Chandrachud Unmarried Woman Abortion
অবিবাহিত মহিলার গর্ভপাত

By

Published : Jul 22, 2022, 10:01 AM IST

নয়াদিল্লি, 22 জুলাই: নজিরবিহীন রায় দিল সুপ্রিম কোর্ট ৷ বৃহস্পতিবার এক অবিবাহিত মহিলার গর্ভপাতের আবেদনে সম্মতি জানাল দেশের সর্বোচ্চ আদালত ৷ তিনি 24 সপ্তাহের অন্তঃসত্ত্বা ৷ বৃহস্পতিবার এই রায়ের ফলে 'অবিবাহিত মহিলা'দের গর্ভপাতকে 'মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট'-এর অন্তর্ভুক্ত করার সম্ভাবনা আরও বাড়ল (Historical Verdict by Supreme Court on 24 weeks pregnant unmarried woman abortion) ৷

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এএস বোপান্না-র বেঞ্চ এইমস-এর ডিরেক্টরকে দু'জন চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয় ৷ শুক্রবার 'মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট'-এর (Medical Termination of Pregnancy, MTP) আওতায় চিকিৎসকের দল গর্ভবতী তরুণীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করবে ৷ 24 সপ্তাহের গর্ভপাতে তাঁর জীবনহানির সম্ভাবনা আছে কি না, তা খতিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আদালতকে জানাবেন চিকিৎসকেরা ৷

21 জুলাই তিন বিচারপতির বেঞ্চ জানায়, 2021-এ এমটিপি অ্যাক্ট সংশোধিত হয় (MTP Act amended in 2021) ৷ তার 3 নং ধারায় (section 3) 'স্বামীর' বদলে 'পার্টনার' শব্দটি অন্তর্ভুক্ত করা হয় ৷ এতে স্পষ্ট যে, গর্ভপাতের পরিস্থিতিতে সংসদ শুধুমাত্র বিবাহিত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয় ৷ 'পার্টনার' বলতে এখানে 'অবিবাহিত মহিলা'কেও বোঝায় ৷ তাই তা সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ ৷

আরও পড়ুন: ছ'মাসের গর্ভবতী নাবালিকা, ঐতিহাসিক রায়ে অস্ত্রোপচারের নির্দেশ কেরল হাইকোর্টের

প্রসঙ্গত উল্লেখ্য, 16 জুলাই দিল্লি হাইকোর্টের বেঞ্চ 23 সপ্তাহের অন্তঃসত্ত্বা তরুণীর গর্ভপাতের আবেদন খারিজ করে দেয় ৷ দু'জনের সম্মতি রয়েছে এমন সম্পর্কের ক্ষেত্রে আইন অনুযায়ী 20 সপ্তাহ পর্যন্ত সন্তানসম্ভবা মহিলাকে গর্ভপাতের নির্দেশ দেওয়া যায় ৷ এক্ষেত্রে সেই সময় পেরিয়ে গিয়েছে ৷

25 বছর বয়সী ওই তরুণী আদালতে আবেদন করেন, তিনি একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন ৷ তবে সেই ব্যক্তি তাঁকে বিয়ে করতে রাজি নন ৷ এই অবস্থায় তাঁকে বিবাহ-বহির্ভূত সম্পর্কের বাইরে গিয়ে সন্তানের জন্ম দিতে হবে ৷ এটা তিনি মেনে নিতে পারবেন না এবং বিষয়টি তাঁর মানসিক যন্ত্রণার কারণ হয়ে উঠবে ৷ সমাজেও কলঙ্ক হিসেবে চিহ্নিত হবেন ৷ এছাড়া তিনি মা হওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত নন ৷

যদিও দিল্লি হাইকোর্ট ওই মহিলাকে জানিয়েছিল, "গর্ভপাতের সিদ্ধান্ত না নিয়ে তিনি কোনও নিরাপদ জায়গায় থেকে সন্তান প্রসব করে চলে যেতে পারেন ৷ আমরা সেই ব্যবস্থা নিশ্চিত করব ৷ দত্তক নেওয়ার জন্য লম্বা লাইন রয়েছে ৷"

আরও পড়ুন: গর্ভপাত-রায়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট, তড়িঘড়ি আইন প্রণয়নের পথে রিপাবলিকান প্রদেশগুলি

ABOUT THE AUTHOR

...view details