নয়াদিল্লি, 30 জুন : করোনায় মৃতদের পরিবারকে ন্যূনতম আর্থিক সাহায্য প্রদান করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগকে নতুন করে গাইডলাইন তৈরি করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ এদিন করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া নিয়ে একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এই নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আর্থিক সাহায্য প্রদানের জন্য আদালত কখনই কেন্দ্রকে নির্দেশ দিতে পারে না ৷ তবে, করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের জন্য আদালত ন্যূনতম রাশি নির্ধারণ করে দিতে পারে ৷ তবে, সেক্ষেত্রে একাধিক বিষয়ে খেয়াল রাখাটাও জরুরি ৷
বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এম আর শাহ’র বিশেষ বেঞ্চে আজ এই মামলার শুনানি ছিল ৷ প্রসঙ্গত, করোনায় মৃতদের পরিবারকে মাথাপিছু 4 লাখ টাকা করে আর্থিক সাহায্য দানের দাবিতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল ৷ যে মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট আজ এই নির্দেশ দিয়েছে ৷ তবে, আজ সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং এনডিএমএ-কে নির্দেশ দিয়েছে আগামী 6 সপ্তাহের মধ্যে করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ন্যূনতম রাশি ঠিক করতে হবে ৷