নয়াদিল্লি, 18 এপ্রিল:লখিমপুর খেরি হিংসার মামলায় (Lakhimpur Kheri violence case) কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রর জামিন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court cancels Ashish Mishra's bail)৷ এক সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷
গত 10 ফেব্রুয়ারি মন্ত্রী-পুত্রের জামিন মঞ্জুর করেছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ সেই সময় উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচার চলছে জোরকদমে ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানায় 3 অক্টোবর লখিমপুর খেরির হিংসায় নিহত কৃষকদের পরিবার ৷ তারই শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, প্রাসঙ্গিক বিষয়গুলিকে উপেক্ষা করে অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণের ভিত্তিতে রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট ৷ রায় দেওয়ার সময় হাইকোর্টকে কড়া বাক্য-বাণে বিদ্ধ করে বিচারপতি সুর্য কান্ত বলেছেন, "এই ধরনের ফৌজদারি বিচার প্রক্রিয়ায় ভুক্তভোগীর অবারিত অংশগ্রহণের অধিকার রয়েছে ৷ ভুক্তভোগীদের যথাযথ শুনানির সুযোগ দেওয়া হয়নি ৷"
কৃষি আইনের বিরোধিতায় লখিমপুর খেরিতে বিক্ষোভরত 4 কৃষক ও একজন সাংবাদিককে খুনের অভিযোগ রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে ৷ সুপ্রিম কোর্টে আবেদনকারীরা বলেছিলেন, আশিস মিশ্র সাক্ষীদের জন্য আতঙ্কের কারণ, তাই তাঁর জামিন বাতিল হওয়া উচিত ৷ গত মার্চ মাসে এক সাক্ষীর উপর হামলা চালানো হয়েছিল ৷ অভিযোগ, সম্প্রতি উত্তরপ্রদেশে নির্বাচনে বিজেপির জয়ের পর হামলাকারীরা সাক্ষীদের হুমকিও দিয়েছে ৷