পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Supreme Court cancels Ashish Mishra's bail: লখিমপুর খেরিকাণ্ডে আশিস মিশ্রের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের - লখিমপুর খেরি মামলা

লখিমপুর খেরি মামলায় (Lakhimpur Kheri violence case) মন্ত্রী-পুত্র আশিস মিশ্রের জামিন বাতিল হয়ে গেল (Supreme Court cancels Ashish Mishra's bail)৷ তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

Supreme Court cancels bail granted to Ashish Mishra in Lakhimpur Kheri violence case
লখিমপুর খেরিকাণ্ডে আশিস মিশ্রের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

By

Published : Apr 18, 2022, 11:08 AM IST

Updated : Apr 18, 2022, 12:06 PM IST

নয়াদিল্লি, 18 এপ্রিল:লখিমপুর খেরি হিংসার মামলায় (Lakhimpur Kheri violence case) কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রর জামিন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court cancels Ashish Mishra's bail)৷ এক সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

গত 10 ফেব্রুয়ারি মন্ত্রী-পুত্রের জামিন মঞ্জুর করেছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ সেই সময় উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচার চলছে জোরকদমে ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানায় 3 অক্টোবর লখিমপুর খেরির হিংসায় নিহত কৃষকদের পরিবার ৷ তারই শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, প্রাসঙ্গিক বিষয়গুলিকে উপেক্ষা করে অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণের ভিত্তিতে রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট ৷ রায় দেওয়ার সময় হাইকোর্টকে কড়া বাক্য-বাণে বিদ্ধ করে বিচারপতি সুর্য কান্ত বলেছেন, "এই ধরনের ফৌজদারি বিচার প্রক্রিয়ায় ভুক্তভোগীর অবারিত অংশগ্রহণের অধিকার রয়েছে ৷ ভুক্তভোগীদের যথাযথ শুনানির সুযোগ দেওয়া হয়নি ৷"

কৃষি আইনের বিরোধিতায় লখিমপুর খেরিতে বিক্ষোভরত 4 কৃষক ও একজন সাংবাদিককে খুনের অভিযোগ রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে ৷ সুপ্রিম কোর্টে আবেদনকারীরা বলেছিলেন, আশিস মিশ্র সাক্ষীদের জন্য আতঙ্কের কারণ, তাই তাঁর জামিন বাতিল হওয়া উচিত ৷ গত মার্চ মাসে এক সাক্ষীর উপর হামলা চালানো হয়েছিল ৷ অভিযোগ, সম্প্রতি উত্তরপ্রদেশে নির্বাচনে বিজেপির জয়ের পর হামলাকারীরা সাক্ষীদের হুমকিও দিয়েছে ৷

আরও পড়ুন:Ashish Misra gets bail in Lakhimpur Kheri case: লখিমপুর খেরি হিংসায় গ্রেফতারির 4 মাস পর জামিন মন্ত্রী-পুত্রের

সাম্প্রতিক শুনানিগুলিতে উত্তরপ্রদেশ সরকারের তরফে বলা হয়, সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তাই তা নিয়ে চিন্তার কিছু নেই ৷ সরকারের যুক্তি ছিল, আশিস মিশ্র বারবার ভুল করলে তাঁর জামিনের আবেদন খারিজ হতে পারত, কিন্তু তিনি বারবার অপরাধ করেননি ৷ কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের প্রতি উত্তরপ্রদেশ সরকার নরম মনোভাব দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে ৷ সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, "অপরাধ খুবই গুরুতর ৷ ট্রায়ালের সময় এটা পরীক্ষা করে দেখা হবে যে অপরাধটি ইচ্ছেকৃত ছিল কি না ৷ অপরাধের উদ্দেশ্যটি জানা একটি সংক্ষিপ্ত ব্যাপার ৷"

3 অক্টোবর লখিমপুর খেরির হিংসার ঘটনায় মৃত্যু হয় আটজনের ৷ কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় পাঁচজনকে পিষে মেরে ফেলার পর যে হিংসার আগুন জ্বলে ওঠে তাতে মৃত্যু হয় আরও তিনজনের ৷

আরও পড়ুন:Chargesheet on Lakhimpur Kheri: লখিমপুর খেরি হিংসায় 5 হাজার পাতার চার্জশিটে মূল অভিযুক্ত মন্ত্রীর ছেলে

Last Updated : Apr 18, 2022, 12:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details