পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TMC : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে পড়ে আহত রাজ্যের মন্ত্রী, রণক্ষেত্র মুর্শিদাবাদের বড়ঞা - খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা

মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পূর্ব বর্ধমানে দুর্ঘটনায় একই পরিবারের 5 সদস্যের মৃত্যু হয় । মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহতদের 2 লক্ষ টাকা তুলে দিতে এদিন মৃতদের বাড়িতে গিয়েছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা, এলাকার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও অন্যান্য তৃণমূল নেতারা ।

TMC
তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের মাঝে পড়ে আহত রাজ্যের মন্ত্রী, রণক্ষেত্র মুর্শিদাবাদের বড়ঞা

By

Published : Nov 10, 2021, 9:59 PM IST

Updated : Nov 11, 2021, 8:10 AM IST

মুর্শিদাবাদ, 10 নভেম্বর : শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে পড়ে আহত হলেন খোদ রাজ্যের মন্ত্রী ৷ তাঁর গাড়িও ভাঙচুর করা হয় ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার সৌজপাড়া গ্রামে ৷ গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূল যুব ও ব্লক সভাপতির দিকে ৷

আরও পড়ুন : অভিযোগের পাহাড়, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ আপাতত বন্ধের নির্দেশ হাইকোর্টের

পূর্ব বর্ধমানের দুর্ঘটনায় মৃত্যু হওয়া মুর্শিদাবাদের পাঁচ সদস্যের বাড়িতে গিয়েছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা ৷ গ্রামে যেতেই গ্রামবাসীদের তাড়া খেলেন স্বয়ং মন্ত্রী-সহ এলাকার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও অন্যান্য তৃণমূল নেতারা । যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের মদতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷

মুর্শিদাবাদের বড়ঞায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে পড়ে আহত হলেন মন্ত্রী

গত কয়েকদিন আগে মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পূর্ব বর্ধমানে দুর্ঘটনায় একই পরিবারের 5 সদস্যের মৃত্যু হয় । মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহতদের 2 লক্ষ টাকা তুলে দিতে এদিন মৃতদের বাড়িতে গিয়েছিলেন তাঁরা । গ্রামে ঢোকার আগেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তাদের কার্যত গ্রাম থেকে তাড়া করে বের করে দেয় । বিক্ষোভের মাঝে পড়ে গুরুতর আঘাত পান মন্ত্রী । এই ঘটনায় বড়ঞা থানায় স্থানীয় ব্লক সভাপতি গোলাম মুর্শেদ (জজ) ও যুব সভাপতি মাহে আলমের নামে অভিযোগ দায়ের করেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ৷

Last Updated : Nov 11, 2021, 8:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details