পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Vande Bharat Express: উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে ধারওয়াদ-বেঙ্গালুরু বন্দে ভারত লক্ষ্য করে পাথর, ভাঙল জানালা - ক্ষতিগ্রস্ত বন্দে ভারত এক্সপ্রেসের জানালা

বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়ে মারার অভিযোগ ৷ শনিবার বিকেলের ঘটনায় ধারওয়াদ-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেসের দু’টি বগির জানালার কাচে ফাটল দেখা দিয়েছে ৷ ঘটনায় রেল পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷

Vande Bharat Express ETV BHARAT
Vande Bharat Express

By

Published : Jul 2, 2023, 3:32 PM IST

দাবানাগারে (কর্ণাটক), 2 জুলাই: ফের একবার বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বেঙ্গালুরু থেকে ধারওয়াদ পর্যন্ত সম্প্রতি চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসে এই হামলা চালানো হয়েছে ৷ শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের দাবানাগারে শহরের কারুর গুডস শেডের কাছে ৷ ধারওয়াদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল ট্রেনটি ৷ সেই সময় একদল দুষ্কৃতী ট্রেন লক্ষ্য় করে পাথর ছোড়ে বলে অভিযোগ ৷ ঘটনায় ট্রেনের বেশ কিছু জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

ট্রেনটিকে এরপর দাবানাগারে শহর স্টেশনে নিয়ে যাওয়া হয় ৷ রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনটি কারুর গুডস শেড পেরিয়ে দেবারাজা আরাসু কলোনির দিকে দ্রুত গতিতে এগোচ্ছিল ৷ সেই সময় কেউ বা কারা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে ৷ ঘটনায় ট্রেনটিপ বাঁ-দিকের বেশ কয়েকটি জানালার কাঁচ নষ্ট হয়েছে ৷ জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের তৃতীয় ও চতুর্থ বগির কাচগুলিতে বাইরের দিকে ফাটল দেখা দিয়েছে ৷ স্টেশনে ট্রেন পৌঁছাতেই আধিকারিকরা ট্রেনের জানালাগুলি পরীক্ষা করে দেখেন ৷

এই ঘটনায় দাবানাগারে স্টেশনে রেলওয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ রেলওয়ে পুলিশের আধিকারিক কোনা রেড্ডি নেতৃত্বে একটি দল ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এই ঘটনার পর থেকে বন্দে ভারতে সওয়ার যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ মাত্র 4 দিন আগে বেঙ্গালুরু থেকে ধারওয়াদ পর্যন্ত এই বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরু করেছে রেলমন্ত্রক ৷ রেলের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷ সরকারি সম্পত্তি নষ্ট করার অধিকার কারও নেই ৷

আরও পড়ুন:উদ্বোধনেই বিপত্তি, ট্রায়াল রানে থমকে গেল পটনা থেকে রাঁচিগামী বন্দে ভারত

তবে, এটাই প্রথম নয় ৷ এর আগে হাওড়া স্টেশন থেকে এনজেপি পর্যন্ত চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসেও একাধিকবার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে ৷ পরবর্তী ক্ষেত্রে ভারতের অন্যান্য রাজ্যেও এই ঘটনা ঘটেছে ৷ বিষয়টি নিয়ে একাধিকবার মানুষজনকে সতর্ক করা হলেও, বিশেষ লাভ হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details