পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Compensation for Nadia Accident Victims : নদিয়ার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ করে ক্ষতিপূরণ রাজ্য ও কেন্দ্রের - Nadia Accident Death

নদিয়ার হাঁসখালির দুর্ঘটনায় মৃতদের সকলের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ (Compensation for Nadia Accident Victims) দিচ্ছে রাজ্য ৷ হাসপাতালে গিয়ে স্বজনহারাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ অন্যদিকে, মৃতদের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের প্রত্যেককে 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকারও ৷

state and central government declare compensation for nadia accident victims
Compensation for Nadia Accident Victims : নদিয়ার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ করে ক্ষতিপূরণ রাজ্য ও কেন্দ্রের

By

Published : Nov 28, 2021, 6:45 PM IST

শান্তিনগর ও নয়াদিল্লি, 28 নভেম্বর :চালক মদ্যপ ছিলেন ৷ আর সেই কারণেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷ নদিয়ার হাঁসখালির দুর্ঘটনা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick on Nadia Accident) ৷ এই দুর্ঘটনায় ইতিমধ্যেই 18 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের সকলের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার (Compensation for Nadia Accident Victims) ৷ স্বজনহারাদের হাতে তুলে দেওয়া হয়েছে ক্ষতিপূরণের চেক ৷ অন্যদিকে, কেন্দ্রের তরফেও মৃতদের সকলের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে একথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন :Nadia Accident Death : হাঁসখালির দুর্ঘটনায় শোক প্রকাশ মোদি-মমতার

শনিবার রাতে উত্তর 24 পরগনার বাগদা থেকে শববাহী একটি গাড়ি রওনা দেয় নদিয়ার নবদ্বীপ শ্মশানের উদ্দেশ্যে ৷ মাঝপথে হাঁসখালিতে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷ দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে শবযাত্রীদের গাড়িটি ৷ তাতেই প্রাণ হারান 18 জন ৷ গুরুতর জখম হন আরও অনেকে ৷ আহতদের মধ্য়ে বেশ কয়েকজনের চিকিৎসা চলছে শক্তিনগর জেলা হাসপাতালে ৷ রবিবার সকালে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ সঙ্গে ছিলেন রাজ্যের কারামন্ত্রী, শান্তিপুরের তৃণমূল বিধায়ক-সহ জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ৷

হাসপাতালে মৃতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷

হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই মন্ত্রী দাবি করেন, শববাহী গাড়ির চালক মদ্যপ ছিলেন বলেই দুর্ঘটনা ঘটেছে ৷ একথা মৃতদের আত্মীয় এবং আহতরা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন জ্যোতিপ্রিয় ৷ প্রসঙ্গত, এই দুর্ঘটনার পর রাজ্যের বেহাল সড়ক পরিষেবা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সিভিক ভলান্টিয়ারদের দিয়ে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তোলেন ৷ কাঠগড়ায় তোলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং পরিবহণ মন্ত্রীকে ৷ কিন্তু, রাজ্যেরই আর এক মন্ত্রী জ্যোতিপ্রিয় এই সব অভিযোগ একবাক্যে খারিজ করে দিয়েছেন ৷ হাসপাতালে পৌঁছে মৃতদের আত্মীয়দের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন তিনি ৷

আরও পড়ুন :Nadia Accident Death : হাঁসখালির দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 10 সদস্যের

অন্যদিকে, নদিয়ার দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ পাশাপাশি, স্বজনহারাদের আর্থিক সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷ স্থির হয়েছে, দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে ৷ পাশাপাশি, আহতদের প্রত্যেককেও 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্র ৷ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে ৷ রবিবার প্রধানমন্ত্রীর দফতর সূত্রেই টুইট করে একথা জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details