পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হস্তক্ষেপ, 24 ঘণ্টার মধ্যে 22 ভারতীয় মৎসজীবীকে মুক্তি শ্রীলঙ্কার নৌবাহিনীর

Indian Fishermen: শনিবার রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হস্তক্ষেপের পরেই 22 ভারতীয় মৎসজীবীকে মুক্তি দেওয়া হল । তাঁদের বন্দি করেছিল শ্রীলঙ্কার নৌবাহিনী ৷ জলসীমা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে ওইসব মৎসজীবীদের বিরুদ্ধে ৷

Indian Fishermen
ভারতীয় মৎসজীবী

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 12:15 PM IST

রামানাথপুরম (তামিলনাড়ু), 19 নভেম্বর:মুক্তি দেওয়া হল শ্রীলঙ্কার হাতে আটক ভারতীয় মৎসজীবীদের ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হস্তক্ষেপের পরই 24 ঘণ্টার মধ্যে শ্রীলঙ্কার নৌবাহিনীর তরফে 22 জন ভারতীয় মৎসজীবীকে মুক্তি দেওয়া হয়েছে ৷ তাঁরা সকলেই তামিলনাড়ুর রামানাথপুরম জেলার পামবান এলাকার মৎসজীবী ৷

জানা গিয়েছে, শনিবার অর্থাৎ 18 নভেম্বর রামানাথপুরম জেলার পামবান এলাকা থেকে স্থানীয় নৌকা নিয়ে মৎসজীবীরা শ্রীলঙ্কার টেক্সটাইল সেক্টর সমুদ্রের কাছে মাছ ধরতে গিয়েছিলেন ৷ পামবানের 11 মৎসজীবী এবং তাদের দুটি স্থানীয় নৌকাকে আটক করে শ্রীলঙ্কানরা । প্রতিবেশী দেশের নৌবাহিনীর দাবি, এই মৎসজীবীরা জলসীমা লঙ্ঘন করে সীমান্ত পেরিয়ে এসে মাছ ধরেছেন । তাই তাদের আটক করা হয়েছে ৷

এই ঘটনা ঘটার সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তামিলনাড়ু সফরে এসেছেন ৷ তিনি শনিবার রাতে রামেশ্বরমে এসে পৌঁছেছেন ৷ এখানে বিভিন্ন কর্মসূচির রয়েছে তাঁর ৷ এমতাবস্থায় মৎসজীবীদের সংগঠন মন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং মৎসজীবীদের আটকের কথা জানান ৷ পাশাপাশি সংগঠনের তরফে নির্মলা সীতারামনের কাছে শ্রীলঙ্কার নৌবাহিনী হাতে আটক 22 জন আটক মৎসজীবীকে মুক্তি-সহ বিভিন্ন দাবি পেশ করা হয় ।

এরপরে কেন্দ্রীয় মন্ত্রী মৎসজীবীদের দাবি মেনে নেন এবং অবিলম্বে শ্রীলঙ্কা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন । এছাড়াও কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে সমঝোতা করা হয় ৷ যার ভিত্তিতে বন্দি রামেশ্বরম এবং পামবান মৎসজীবীদের তাদের নৌকা-সহ রাত 11.30টায় ছেড়ে দেয় শ্রীলঙ্কা । শনিবার রাতে শ্রীলঙ্কার নৌবাহিনী মৎসজীবীদের আন্তর্জাতিক সমুদ্র সীমান্তে নিয়ে এসে ভারতের কাছে হস্তান্তর করে ।

এর আগেও একাধিকবার শ্রীলঙ্কার নৌবাহিনী সমুদ্র থেকে ভারতীয় মৎসজীবীদের আটক করেছে ৷ বেশিরভাগ জলসীমা লঙ্ঘনের অভিযোগে মৎসজীবীদের আটক করা হয় ৷ পরে দু'দেশের সহযোগিতায় মুক্তি পেয়েছেন বন্দি মৎসজীবীরা ৷

আরও পড়ুন:

দীপাবলির আগে 80 জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

জলসীমা লঙ্ঘনের অভিযোগ, শ্রীলঙ্কায় ধৃত 27 ভারতীয় মৎসজীবী

ABOUT THE AUTHOR

...view details