নয়াদিল্লি, 19 জুলাই : তাঁদের বিরুদ্ধে ‘‘আন্তর্জাতিক স্তরে চক্রান্ত’’ করা হচ্ছে ৷ পেগাসাস (Pegasus) বিতর্কে এবার এমনটাই দাবি করল ইজ়রায়েলি সাইবার নিরাপত্তা সংস্থা এনএসও গোষ্ঠী (NSO Group) ৷ 18 জুলাই আন্তর্জাতিক স্তরেই একটি রিপোর্ট প্রকাশ্যে আসে ৷ তাতে দাবি করা হয়, নিরাপত্তার অজুহাতে বহু ব্যক্তির মোবাইল হ্য়াক করে নজরদারি চালানো হচ্ছে ৷ সেই তালিকায় নাম রয়েছে ভারতের বহু সাংবাদিক-সহ বিভিন্ন ক্ষেত্রের হেভিওয়েটদের ৷ রিপোর্টে দাবি করা হয়েছিল, ইজ়রায়েলি সংস্থা এনএসও-র তৈরি সফটওয়্য়ার পেগাসাসকে ব্যবহার করেই এই নজরদারি চলছে ৷ এর জন্য এনএসও-র কাছ থেকে সরাসরি এই সফটওয়্য়ারটি কিনে নিয়েছে বিভিন্ন দেশের সরকার ৷ যার মধ্যে ভারতের মোদি সরকার (Modi Government) অন্যতম ৷
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা শুরু হতেই মুখ খুলেছে এনএসও ৷ তাদের দাবি, পেগাসাস প্রকল্প (Pegasus Project) বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে রিপোর্ট ঘুরে বেড়াচ্ছে, তা আসলে ‘‘আন্তর্জাতিক চক্রান্ত’’ ! এমনকী, সংস্থার দাবি, তাদের ক্লায়েন্ট বা খদ্দের বলে যেসব দেশের সরকারের তালিকা প্রকাশ করা হয়েছে, সেটিও ভুয়ো ৷ গোটা বিষয়টি নিয়ে এনএসও কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলেছেন সংবাদ সংস্থা এএনআই-এর (ANI) প্রতিনিধিরা ৷ পরবর্তীতে সেই সাক্ষাৎকারই সংবাদ সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয় ৷
আরও পড়ুন :Spyware Pegasus : মন্ত্রী থেকে সাংবাদিক, দেশজুড়ে ফোনে গোপন নজরদারির চেষ্টার রিপোর্ট প্রকাশ্যে
সংবাদ সংস্থা :ভারত সরকারের সঙ্গে আপনাদের কোনও কাজের চুক্তি হয়েছিল কি ? বিশেষত, ভারত সরকার (GOI) বা ভারত সরকারের প্রতিনিধি হিসাবে কেউ কি আপনাদের কাছ থেকে পেগাসাস সফটওয়্যার (Pegasus software) কিনেছিল ?
এনএসও গোষ্ঠী :আমরা আমাদের কোনও ক্রেতারই নাম প্রকাশ্যে আনতে পারি না ৷ যাদের আমরা পেগাসাস বিক্রি করেছি, সেই ক্রেতাদের তালিকা গোপন বিষয় ৷ তা এভাবে প্রকাশ্যে আনা সম্ভব নয় ৷ কিন্তু আমরা বলতে পারি, আমাদের গ্রাহক হিসাবে যেসব দেশের নাম উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ ভুল ৷ সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে একাধিক রাষ্ট্র আমাদের ক্লায়েন্টই নয় ৷
এই প্রসঙ্গেই এনএসও গোষ্ঠীর তরফে আরও একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয় ৷ তারা জানায়, আমরা শুধুমাত্র বিভিন্ন দেশের সরকার এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী ও তদন্তকারী সংস্থাকেই পেগাসাস বিক্রি করি ৷ আমরা রাষ্ট্রসংঘের যাবতীয় গাইডলাইন মেনেই এই কাজ করি ৷ কোনও আন্তর্জাতিক নীতি আমরা অমান্য করি না ৷
সংবাদ সংস্থা : এটাই যদি আসল ঘটনা হয়, তাহলে এই সমস্ত ভারতীয় নম্বর আপনাদের সিস্টেমে এল কীভাবে ? আপনারা যে ব্যাখ্যা দিচ্ছেন, তা স্পষ্ট নয় ৷ দয়া করে বিষয়টি ভেঙে বলুন ৷
এনএসও গোষ্ঠী :আমরা একটি প্রযুক্তি সংস্থা ৷ আমাদের কাছে কোনও নম্বর বা তথ্য নেই ৷ আমরা শুধুমাত্র ক্লায়েন্টদের প্রযুক্তি সরবরাহ করি ৷ ক্লায়েন্ট বা গ্রাহকের কাছেই সমস্ত তথ্য থাকে ৷ আমাদের সার্ভারে বা কম্পিউটারে কোনও তথ্য মজুত করা নেই ৷
আরও পড়ুন :Rahul Gandhi on Pegasus : পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে তোপ রাহুলের