পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sourav Ganguly : স্বার্থের সংঘাত, এটিকে-মোহনবাগানের পদ ছাড়ছেন সৌরভ - এটিকে মোহনবাগান

কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার মাধ্যমে আইএসএলের দল এটিকে-মোহনবাগান পরিচালিত হয় । যার আশি শতাংশ শেয়ার সঞ্জীব গোয়েঙ্কার হাতে । এই দলেরই বোর্ড অব ডিরেক্টর্সে রয়েছেন সৌরভ ।

Sourav Ganguly
স্বার্থের সংঘাত, এটিকে-মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টর থেকে সরছেন সৌরভ

By

Published : Oct 27, 2021, 1:48 PM IST

Updated : Oct 28, 2021, 3:21 PM IST

কলকাতা, 27 অক্টোবর : এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) বর্তমান প্রেসিডেন্টের তরফে এই ব্যাপারে এখনও কোনও ঘোষণা করা হয়নি । তবে এটিকে-এমবির ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কার এক বিবৃতিতে পুরো বিষয়টি সামনে এসেছে ।

বাহাত্তর ঘণ্টা আগেই কলকাতার শিল্পপতি আইপিএলে দল কিনেছেন। নতুন মরসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সংখ্যা আট থেকে বেড়ে হয়েছে দশ । সিভিসি ক্যাপিটাল পার্টনার্স আমেদাবাদের দল কিনেছে । লখনউয়ের নবাব হয়েছে আরপিএসজি গ্রুপ । এই নিয়ে দ্বিতীয় বার আইপিএলে দল কিনলেন সঞ্জীব গোয়েঙ্কা । এর আগে তিনি পুনের দল নিয়ে আইপিএলে অবতীর্ণ হয়েছিলেন । মাঝে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। আইপিএল থেকে সরে দাঁড়িয়ে আইএসএলে ফুটবল দল কিনেছেন সঞ্জীব গোয়েঙ্কা । বর্তমানে মোহনবাগানের সঙ্গে গাটছঁড়া বেঁধে এটিকে-মোহনবাগান নামে গত আইএসএল থেকে খেলছে তারা ।

আরও পড়ুন : Mohammed Shami : কঠিন সময় বোর্ডকে পাশে পেলেন শামি

কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার মাধ্যমে আইএসএলের দল এটিকে-মোহনবাগান পরিচালিত হয় । যার আশি শতাংশ শেয়ার সঞ্জীব গোয়েঙ্কার হাতে । এই দলেরই বোর্ড অব ডিরেক্টর্সে রয়েছেন সৌরভ । এবার লখনউয়ের যে দলটি আইপিএলে খেলবে তার মালিক আরপিএসজি ।সেখানে সৌরভের কোনও ভূমিকা নেই । তবুও ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক থেকে ক্রিকেট প্রশাসক হওয়া সৌরভ আর কোনও বিতর্কের অবকাশ রাখতে চান না । তাই ভারতীয় ক্রিকেটের বোর্ড প্রেসিডেন্ট এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টর থেকে সরে দাঁড়াচ্ছেন । সেই কথা সঞ্জীব গোয়েঙ্কা নিজেই বলেছেন । তবে আনুষ্ঠানিক ঘোষণা স্বয়ং সৌরভই করবেন বলে জানিয়েছেন ।

Last Updated : Oct 28, 2021, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details