পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Subramanian on Sonia-Rahul: ন্যাশনাল হেরাল্ড মামলায় গ্রেফতার হবেন সোনিয়া-রাহুল, আত্মবিশ্বাসী সুব্রহ্মণ্যম স্বামী - গ্রেফতার হবেন সোনিয়া রাহুল

পটনায় একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী জানান, তিনি নিশ্চিত সোনিয়া গান্ধি ও তাঁর পুত্র রাহুল গান্ধি জেলে যাবেন ৷

Sonia Gandhi
Subramanian Swamy

By

Published : Apr 23, 2023, 2:23 PM IST

পটনা, 23 এপ্রিল: তাঁদের জেলে যেতেই হবে ৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি সম্পর্কে এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, রাহুল তাঁকে নিশানা করে অনেক মন্তব্য করেছেন ৷ কিন্তু কেউ তাঁকে জেলে পাঠাতে পারেনি ৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় মা ও ছেলে এখন জামিনে ছাড়া পেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন ৷ তাঁরা জেলে যাবেন । শনিবার পটনায় একটি অনুষ্ঠানে সুব্রহ্মণ্যম স্বামী এই কথা বলেন ৷

এদিন সুব্রহ্মণ্যম স্বামী জানান, আইন নিয়ে পড়াশোনা শেষ করে তিনি ভারতে পড়াতে ফিরেছিলেন ৷ সেই সময় ইন্দিরা গান্ধির জমানা ৷ সে সময় বহু আইন লঙ্ঘনের অনেক ঘটনা দেখেছেন ৷ এর প্রতিবাদ করায় তাঁকে চাকরি খোয়াতে হয়েছে ৷ প্রসঙ্গত, ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামীর মতানৈক্য তৈরি হয় ৷ এর ফলস্বরূপ তৎকালীন আইআইটি দিল্লির অধ্যাপক সুব্রহ্মণ্যম স্বামীকে ছাঁটাই করা হয় ৷ তারপর জনসংঘ সুব্রহ্মণ্যম স্বামীকে রাজ্যসভার সদস্য করে সংসদে পাঠায় ৷ এর সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, "এই সময় আইনটাই অস্ত্র ৷" সুব্রহ্মণ্যম স্বামীর মতে, আগামী 50 বছরে সমাজে পেশা হিসেবে আইন শীর্ষস্থানে পৌঁছবে ৷ বিহারে শঙ্করাচার্যের সময় থেকে বিপ্লব শুরু হয়েছে এবং এখনও চলছে ৷ জয়প্রকাশ নায়ারণের সময়েও সেই বিপ্লবের আগুন জ্বলেছে ৷ বিহার থেকেই বিপ্লবের সূচনা ৷

15 এপ্রিল, শনিবার রাতে পুলিশি ঘেরাটোপের মধ্যে গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফকে গুলি করে হত্যা করা হয় ৷ এই ঘটনার রেশ সারা দেশে ছড়িয়ে পড়ে ৷ পটনায় মৃত গ্যাংস্টার আতিক আহমেদের সমর্থনে স্লোগান ওঠে ৷ এই প্রসঙ্গে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, "যদি কোথাও গণতন্ত্র থাকে, তাহলে যে কেউ যা খুশি বলতে পারে ৷ আতিকের পক্ষে স্লোগান দেওয়ার ফলে তারা নিজেরা নিজেদের ক্ষতি করছে ৷" আতিক আহমেদ খুন নিয়ে সুব্রহ্মণ্যম স্বামী জানান, সবাই জানে সে কী ধরনের মানুষ ছিল ৷ তার মৃত্যু কীভাবে হয়েছে, তাও তদন্ত করে দেখা হচ্ছে ৷ আদালতে বিষয়টি বিচারাধীন, তাই এই ঘটনায় আর কোনও মন্তব্য করতে চাননি সুব্রহ্মণ্যম স্বামী ৷

বিশ্বে জনসংখ্যায় চিনকে ছাপিয়ে গিয়েছে ভারত ৷ এ নিয়ে ছ'বারের সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী বলেন, "জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোনও আইন কার্যকর করার দরকার নেই ৷ দেশে অর্থনৈতিক উন্নতি হলেই জনসংখ্যা নিয়ন্ত্রণে আসবে ৷" তিনি জানান, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করতে, প্রতি বছর 10 শতাংশ অর্থনৈতিক উন্নতি হওয়া প্রয়োজন ৷ দেশবাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা, মানুষ যেন কখনও মদ স্পর্শ না-করে৷ মানুষকে এ নিয়ে সচেতন করতে হবে ৷

আরও পড়ুন: 'ওরা যা খুশি করে নিক...নরেন্দ্র মোদিকে ভয় পাই না', বললেন রাহুল গান্ধি

ABOUT THE AUTHOR

...view details