পটনা, 23 এপ্রিল: তাঁদের জেলে যেতেই হবে ৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি সম্পর্কে এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, রাহুল তাঁকে নিশানা করে অনেক মন্তব্য করেছেন ৷ কিন্তু কেউ তাঁকে জেলে পাঠাতে পারেনি ৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় মা ও ছেলে এখন জামিনে ছাড়া পেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন ৷ তাঁরা জেলে যাবেন । শনিবার পটনায় একটি অনুষ্ঠানে সুব্রহ্মণ্যম স্বামী এই কথা বলেন ৷
এদিন সুব্রহ্মণ্যম স্বামী জানান, আইন নিয়ে পড়াশোনা শেষ করে তিনি ভারতে পড়াতে ফিরেছিলেন ৷ সেই সময় ইন্দিরা গান্ধির জমানা ৷ সে সময় বহু আইন লঙ্ঘনের অনেক ঘটনা দেখেছেন ৷ এর প্রতিবাদ করায় তাঁকে চাকরি খোয়াতে হয়েছে ৷ প্রসঙ্গত, ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামীর মতানৈক্য তৈরি হয় ৷ এর ফলস্বরূপ তৎকালীন আইআইটি দিল্লির অধ্যাপক সুব্রহ্মণ্যম স্বামীকে ছাঁটাই করা হয় ৷ তারপর জনসংঘ সুব্রহ্মণ্যম স্বামীকে রাজ্যসভার সদস্য করে সংসদে পাঠায় ৷ এর সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, "এই সময় আইনটাই অস্ত্র ৷" সুব্রহ্মণ্যম স্বামীর মতে, আগামী 50 বছরে সমাজে পেশা হিসেবে আইন শীর্ষস্থানে পৌঁছবে ৷ বিহারে শঙ্করাচার্যের সময় থেকে বিপ্লব শুরু হয়েছে এবং এখনও চলছে ৷ জয়প্রকাশ নায়ারণের সময়েও সেই বিপ্লবের আগুন জ্বলেছে ৷ বিহার থেকেই বিপ্লবের সূচনা ৷