পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরের বারামুল্লায় অপারেশনাল টাস্কের সময় মৃত্যু সেনা জওয়ানের - জম্মু ও কাশ্মীর

Soldier martyred while carrying out Operational task in JK Baramulla: জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে একটি ফরওয়ার্ড এলাকায় অপারেশনাল টাস্কের সময় পঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা 24 বছর বয়সি সেনা জওয়ান গুরপ্রীত সিংয়ের মৃত্যু হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 3:51 PM IST

শ্রীনগর, 13 জানুয়ারি: জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে এক এলাকায় 'অপারেশনাল টাস্ক'-এর সময় একজন 24 বছর বয়সি সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ সেনাবাহিনীর তরফে শুক্রবার এমনটাই জানানো হয়েছে। সেনার তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার 'অপারেশনাল টাস্ক'-এ মৃত্যু হয় সেনা জওয়ান গুরপ্রীত সিংয়ের ৷ পঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা গুরপ্রীত সিং ৷ বাড়িতে তাঁর মা লখবিন্দর কৌর আছেন বলেও সেনা জানিয়েছে।

সেনাবাহিনীর চিনার কর্পস এক্স-হ্যান্ডেলে দুঃখ প্রকাশ করে একটি পোস্টে লেখা হয়েছে, "চিনার কর্পস বারামুল্লা সেক্টরে ফরোয়ার্ড এলাকায় অপারেশনাল টাস্ক সম্পন্ন করার সময় জিএনআর গুরপ্রীত সিংয়ের দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করছে ৷" একই সঙ্গে আরও লেখা হয়েছে, "শোকের এই মুহুর্তে, ভারতীয় সেনাবাহিনী শোকাহত পরিবারের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছে ৷ এমনকী মৃত সেনার পরিবারের যাবতীয় সাহায্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ৷"

সেনাবাহিনী বলেছে বলা হয়েছে, "চিনার কর্পস সিডিআর, জিওসি 31 সাব এরিয়া, সিওএস চিনার কর্পস এবং সমস্ত র‌্যাঙ্কের পক্ষ থেকে 18 আরআর ব্যাটেলিয়ান-এর জিএনআর গুরপ্রীত সিংকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ৷ গত 11 জানুয়ারি দায়িত্ব পালন করতে গিয়ে সর্বোচ্চ আত্মত্যাগ দিয়েছেন। আমাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ৷”

আরও পড়ুন

  1. ঘন কুয়াশার জের, মুম্বই-গুয়াহাটি ইন্ডিগো বিমানের অবতরণ পড়শি দেশে
  2. আবগারি দুর্নীতি মামলায় চতুর্থবার কেজরিওয়ালকে তলব ইডির
  3. গুরুগ্রামের হোটেলে খুন হওয়া মডেল দিব্যা পাহুজার দেহ মিলল হরিয়ানার খালে

ABOUT THE AUTHOR

...view details