নয়াদিল্লি, 11 এপ্রিল: বিমানে নিশ্চিন্তে সফর করছিলেন ৷ তারই মাঝে আচমকা সহযাত্রীর তিক্ত কিছু প্রশ্নের সম্মুখীন হতে হল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে (Smriti Irani on Fuel Price hike) ৷ সেই সহযাত্রী আবার কংগ্রেসের মহিলা শাখার ভারপ্রাপ্ত প্রধান নেত্তা ডি'সুজা (Netta D'Souza) ৷ জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বিমানেই কড়া কড়া প্রশ্ন ছুড়ে দেন স্মৃতি ইরানির দিকে ৷ জবাবে স্মৃতি তুলে আনেন টিকা, রেশন-সহ আরও নানা প্রসঙ্গ ৷ তাঁদের কথোপকথনের একটি ভিডিয়ো টুইট করেছেন কংগ্রেস নেত্রী ৷
স্মৃতি ইরানিকে (Smriti Irani's Face-Off With Congress Leader In Flight) ট্যাগ করে সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "গুয়াহাটি যাওয়ার পথে মোদির মন্ত্রী স্মৃতি ইরানির মুখোমুখি হলাম ৷ যখন তাঁকে এলপিজির অসহ্য মূল্যবৃদ্ধির কথা বললাম, তখন তিনি টিকা, রেশন এমনকী গরিব মানুষের উপর দায় চাপালেন ! ভিডিয়োর অংশটি দেখুন, সাধারণ মানুষের দুর্দশা নিয়ে কী ভাবে প্রতিক্রিয়া দিলেন তিনি !"
আরও পড়ুন:Petrol-Diesel Price Hike : 80 পয়সা দাম বাড়ল পেট্রল-ডিজ়েলের, আজ কোন শহরে কী দাম ?