নয়াদিল্লি, 16 ডিসেম্বর: সংসদের ভিতরে একজন পুরুষ সাংসদকে কী বলে সম্বোধন করা হবে 'ভদ্রলোক' নাকি 'মাননীয় সদস্য', এই নিয়ে বাকযুদ্ধে জড়ালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani and Adhir Ranjan Chowdhury spar in LS )৷
শুক্রবার লোকসভায় এই বিতণ্ডার সূত্রপাত বিজেডি সাংসদ চন্দ্রশেখর সাহুর এক প্রশ্ন করাকে কেন্দ্র করে ৷ এদিন চন্দ্রশেখরের এক প্রশ্নর উত্তর দিতে গিয়ে তাঁকে 'ভদ্রলোক' (gentleman) বলে সম্বোধন করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি ৷ এতেই আপত্তি তোলেন বহরমপুরের সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী (Congress MP Adhir Chowdhury) ৷ তিনি জানান, লোকসভার ওই সদ্যকে 'মাননীয় সদস্য' বলে সম্বোধন করা উচিত স্মৃতির (Union Minister Smriti Irani) ৷
আরও পড়ুন: চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ভারত সরকার তথ্য গোপন করছে, কেন্দ্রকে তোপ রাহুলের
এতেই চটে লাল হয়ে যান স্মৃতি ইরানি ৷ তিনি কংগ্রেস সাংসদের উদ্দেশে পালটা জবাব দেন, অধীর তাঁর রাজনৈতিক নেতৃত্বকে খুশি করতে চাইছেন, তাই এই সামন্য কথা নিয়ে বিতর্ক তৈরি করছেন ৷ তাঁর কথায়, "ভদ্রলোক সম্বোধনে কোনও ভুল নেই ৷ আমি এই ভদ্রলোককে (অধীর চৌধুরী) বলতে চাই, এই বার্তা তাঁর নেতৃত্বের কাছে পৌঁছে গিয়েছে ৷" স্মৃতি যখন অধীরকে এই কথা বলছেন তখন লোকসভায় উপস্থিত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ৷
এরপর বিজেডি সাংসদ তাঁর পরের প্রশ্নে স্মৃতি ইরানিকে 'সম্মানীয় ম্যাডাম' বলে সম্বোধন করেন ৷ জবাবে ধন্যবাদ জানান স্মৃতি ৷ এরপর ফের অধীর আরও একবার ওই প্রসঙ্গ তোলেন ৷ জবাবে আমেঠির সাংসদ বলেন, অধীর রাজনীতির কারণে তাঁকে বারবার বাধা দিচ্ছেন বক্তব্য পেশ করতে ৷