পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sushant Singh Rajput: শেষকৃত্য থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু সুশান্ত সিং রাজপুতের পরিবারের 6 সদস্য - Road Accident

মৃতদের সঙ্গে সুশান্তের কী সম্পর্ক, তা যদিও স্পষ্ট ভাবে জানা যায়নি এখনও পর্যন্ত ৷ তবে সুশান্তের জামাইবাবু তথা হরিয়ানা পুলিশের সিনিয়র অফিসার ওপি সিংয়ের দিদি গীতাদেবীর শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন সকলে ৷

Several-relatives-of-late-bollywood-actor-sushant-singh-rajput-died-in-road-accident
শোকের ছায়া পরিবারে ।

By

Published : Nov 16, 2021, 4:58 PM IST

Updated : Nov 16, 2021, 8:08 PM IST

পটনা, 16 নভেম্বর : ফের শোকের ছায়া প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারে ৷ এক অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল পরিবারের 6 সদস্যের ৷ গুরুতর জখম হয়েছেন আরও 4 জন ৷

মঙ্গলবার সকালে বিহারের লখিসরাই জেলায় 333 নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে ৷ একটি এসইউভি গাড়িতে করে ফিরছিলেন সুশান্তের পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনরা ৷

আরও পড়ুন:Mamata-Modi : ফের মমতার দিল্লি সফরের সম্ভাবনা, দেখা করতে পারেন মোদির সঙ্গেও

সেই সময় উল্টোদিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়িটির ৷ তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় লালজিৎ সিং, অমিত শেখর ওরফে নেমানি সিং, রামচন্দ্র সিং, বেবিদেবী, অনিতা দেবী এবং গাড়ির চালক প্রীতম কুমারের ৷ দোমড়ানো-মোচড়ানো গাড়িটি থেকে তাঁদের দেহ বার করে পুলিশ ।

মৃতদের সঙ্গে সুশান্তের কী সম্পর্ক, তা যদিও স্পষ্ট ভাবে জানা যায়নি এখনও পর্যন্ত ৷ তবে সুশান্তের জামাইবাবু তথা হরিয়ানা পুলিশের সিনিয়র অফিসার ওপি সিংয়ের দিদি গীতাদেবীর শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন সকলে ৷

আরও পড়ুন:Tripura Municipal Election 2021: ‘আগরতলার জন্য নবরত্ন’ , ইস্তেহার প্রকাশ তৃণমূলের

দুর্ঘটনায় বালমুকুন্দ সিং, দিলখুশ সিং, বাল্মীকি সিং এবং তনু সিং নামের চার জন আহত হয়েছেন ৷ প্রথম দু’জনকে চিকিৎসার জন্য পটনা নিয়ে যাওয়া হয়েছে ৷ অন্য দু’জন ভর্তি রয়েছেন লখিসরাই জেলা হাসপাতালে ৷ দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেন ওই ঘাতক ট্রাকের চালক এবং তাঁর সহযোগী ৷ তাঁদের খোঁজ চলছে ৷

Last Updated : Nov 16, 2021, 8:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details