পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজৌরিতে জঙ্গি সংঘর্ষে 2 সেনা অফিসার-সহ শহিদ 4 জওয়ান - শহিদ দুই সেনা জওয়ান

Rajouri Encounter: বুধবার জৌরির বাজিমল জঙ্গল এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন চার সেনা জওয়ান ৷

Etv Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 8:44 PM IST

Updated : Nov 22, 2023, 9:33 PM IST

শ্রীনগর, 22 নভেম্বর: জম্মু ও কাশ্মীরের রাজৌরির বাজিমল জঙ্গল এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে বুধবার শহিদ হয়েছেন চার সেনা জওয়ান ৷ মৃতদের মধ্যে রয়েছেন 2 জন অফিসার পদের সেনা আধিকারিক ৷ পুলিশ জানিয়েছে, এদিনই রাজৌরির কালাকোট এলাকায় দুই জঙ্গির সঙ্গে গুলির লড়াই হয় নিরাপত্তা বাহিনীর ৷ আহত হয়েছে দুই জঙ্গিও ৷

সূত্রের খবর, এদিন রাজৌরির বাজিমল জঙ্গল এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ওই অফিসার পদের সেনা আধিকারিক ৷ আহত হন আরও তিনজন প্যারা কম্যান্ডো ৷ পরে ওই আহত কম্যান্ডোদের মধ্যে একজনের মৃত্যু হয় সেনা হাসপাতালে ৷ পরে আহত অন্য দুই জওয়ানেরও মৃত্যু হয় ৷ জানা গিয়েছে, এদিন তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর ৷

জানা গিয়েছে, এদিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনার স্পেশাল ফোর্স ও পুলিশ ৷ পীরপঞ্জাল পর্বত শ্রেণির অন্তর্গত এই বাজিমল জঙ্গল এলাকা ৷ গত কয়েক বছরে এখানে একাধিকবার সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনা ঘটেছে ৷ এখানকার ভৌগলিক অবস্থানেরই সুযোগ নেয় জঙ্গিরা ৷

বর্তমানে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে জম্মু-কাশ্মীরে ৷ তার মধ্যেই লাগাতার ঘটে চলেছে জঙ্গি হামলার ঘটনা ৷ সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনাও ঘটছে হামেশাই ৷ তল্লাশি অভিযানও বাড়িয়েছে সেনা ও পুলিশ বাহিনী ৷ তবে এখানকার জঙ্গি আক্রমণ বরাবরই মাথাব্যাথার কারণ নিরাপত্তা এজেন্সিগুলির কাছে ৷ সীমান্ত পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় লাগাম পড়ানো গিয়েছে বলে সেনার তরফে দাবি করা হলেও, এই ধরনের জঙ্গি আক্রমণ ঘটেই চলেছে উপত্যকায় ৷

আরও পড়ুন:

  1. টানেলে 11 দিন! 'আটকে থাকা শ্রমিকদের খুব কাছেই পৌঁছে গিয়েছি', আশ্বাস এনডিআরএফ আধিকারিকদের
  2. মোদি-যোগীকে খুনের হুমকি দিয়ে ফোন, মুম্বইয়ে গ্রেফতার 29-এর যুবক
Last Updated : Nov 22, 2023, 9:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details