বালোদাবাজার (ছত্তিশগড়), 15 মে:গত কয়েকদিন ধরে ছত্তিশগড়ে একের পর এক পথ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। রবিবার রাতে বালোদাবাজারে ট্রাক ও একটি পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে কমপক্ষে 6 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছেন 5 মহিলা ও এক শিশু ৷ আহত হয়েছেন 15 জনেরও বেশি। আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বালোদাবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জখমদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রায়পুরে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত 11টা নাগাদ দিকে বালোদাবাজারের পালারি থেকে 6 কিলোমিটার দূরে গোন্ডা পুলিয়া গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের যাত্রীরা খারোরা থানার অন্তর্গত কানকি গ্রামে পারিবারিক একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ সেখান থেকে তাঁদের গ্রাম লাটোয়ায় ফেরার পথে ঘটে দুর্ঘটনাটি ৷ পালারি থেকে 6 কিলোমিটার দূরে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ওই পিকআপ ভ্য়ানের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনার পর স্থানীয় লোকজনরা অ্যাম্বুলেন্স ও পালারি থানায় খবর দেন।